একটি পরিত্যক্ত বাড়ি থেকে চারটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। সোমবার তালতোড় গ্রামের ঘটনা। স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার দুপুর পৌনে তিনটে নাগাদ ওই বাড়িতে হঠাৎ একটি বিকট আওয়াজ হয় এবং ধোঁয়া বেরোতে শুরু করে। তাঁরা জানান, বাড়িটি যুব তৃণমূল নেতা অলোক দাসের কাকা নবীন দাসের। তবে দীর্ঘদিন আগেই বাড়িটি ছেড়ে চলে গিয়েছেন উনি। পুলিশ জানায়, বোমা ফাটার খবর পেয়েই বম্ব স্কোয়াড গিয়ে চারটি তাজা বোমা উদ্ধার করে। তবে কেউ ধরা পড়েনি। অলোকবাবুর দাবি, কারা এমন ঘটিয়েছে তা খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা নিক পুলিশ। সিপিএমের অজয় জেনাল কমিটির সম্পাদক মনোজ দত্তের অভিযোগ, “হিংসার রাজনীতি করতে চাইছে তৃণমূল। নিরপেক্ষ পুলিশি তদন্তেই প্রকৃত দোষীর খোঁজ মিলবে।”
|
বধূ নির্যাতনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে আসানসোল মহিলা পুলিশ। ধৃতদের নাম মহম্মদ শাহাবুদ্দিন ও মহম্মদ নিজামুদ্দিন। আসানসোল উত্তর থানার রেলপাড় এলাকার বাসিন্দা এরা। ওই এলাকারই বাসিন্দা নৌসাদ বানু জানান, ২০০২ সালে তাঁর বিয়ে হয় রেলপাড় এলাকার মহম্মদ জামান আনসারির সঙ্গে। কিন্তু দিন কয়েক আগে তাঁকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। মহিলার স্বামী পালিয়ে গেলেও তাঁর দুই দেওরকে সোমবার গ্রেফতার করেছে পুলিশ।
|
দিনেদুপুরে তালা ভেঙে চুরি হল হিরাপুরের রাধানগরে। সোমবার ওই এলাকার বোমভোলা মন্দির সংলগ্ন একটি বাড়িতে চুরির পরে গৃহকর্তা সুভাষ মাজি অভিযোগ করেন, বিকেল সাড়ে তিনটে নাগাদ বাড়ি ফিরে তাঁরা দেখেন গ্যারাজ এবং ঘরের দরজার তালা ভাঙা, আলমারি ও দেরাজও খোলা। তিনি জানান চুরি গিয়েছে বেশ কিছু মূল্যবান সম্পদ। দিনের বেলায় এভাবে চুরির ঘটনায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।
|
অন্ডাল
বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিল্প প্রদর্শনী। উখড়া গার্লস স্কুল মাঠ।
সন্ধ্যা সাড়ে ৬টা। উদ্যোগ: নেতাজী স্পোর্টিং ক্লাব।
রানিগঞ্জ
শতবর্ষপূর্তিতে সাংস্কৃতিক অনুষ্ঠান। মাড়োয়ারি সনাতন বিদ্যালয়। সকাল ১১টা। |