রাজ্য জুনিয়র ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মেয়েদের অনুর্ধ্ব-১৯ ও অনুর্ধ্ব-১৭ বিভাগে জোড়া খেতাব জিতলেন হলদিয়ার ঋতুপর্ণা দাস। শনিবার জলপাইগুড়ির মিনি-ইন্ডোর স্টেডিয়ামে অনুর্ধ্ব-১৯ ফাইনালে ঋতুপর্ণা মধ্য কলকাতার রিয়া মুখোপাধ্যায়কে হারান ২১-১৮, ২১-১৫ পয়েন্টে। অনুর্ধ্ব-১৭ বিভাগের ফাইনালে পশ্চিম কলকাতার অনুরিয়া দাসকে হারান ২১-১১, ২১-৯ পয়েন্টে। অনুর্ধ্ব-১৭ বিভাগে বর্তমানে দেশেরও এক-নম্বর ঋতুপর্ণাই। অনুর্ধ্ব-১৯ বিভাগে সর্বভারতীয় স্তরে তাঁর র্যাঙ্কিং এখন ৪। দেশের সর্বকালের অন্যতম সেরা ব্যাডমিন্টন তারকা পুল্লেলা গোপীচন্দের হায়দরাবাদের অ্যাকাডেমিতে ইদানীং প্রশিক্ষণ নিচ্ছেন হলদিয়ার মেয়েটি। এই অ্যাকাডেমিরই ছাত্রী সাইনা নেহওয়াল এই মুহূর্তে লন্ডন অলিম্পিকে পদকের জন্য লড়ছেন। সাইনার পরে ঋতুপর্ণাকেই দেশের সেরা মেয়ে ব্যাডমিন্টন প্রতিভা বলে মনে করছেন অনেকেই। ২৪-২৮ জুলাই রাজ্য ব্যাডমিন্টন সংস্থার সহযোগিতায় জুনিয়র-পর্যায়ে রাজ্য প্রতিযোগিতার আয়োজন করেছিল জলপাইগুড়ি ইন্ডোর-গেমস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন।
|
মোহনবাগান দিবসে নিজের ফেসবুক প্রোফাইলে বোমা ফাটালেন চিমা ওকোরি। ক্লাবের প্রথম বিদেশি ফুটবলার আমন্ত্রণের চিঠি না পেয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কর্তাদের বিরুদ্ধে। ফুটবল কর্তা দেবাশিস দত্তের নাম করে। বলেছেন, “ওডাফাকে আনার সময় আমাকে কাজে লাগানো হয়েছিল। আমিই প্রথম বিদেশি ছিলাম ক্লাবে। তবু উপেক্ষিত কেন?” চিমার ‘ক্ষোভ’ অন্য মাত্রা পেয়েছে তিনি মোহনবাগানের এ বারের অধিনায়ক ওডাফা ও নতুন আসা নাইজিরিয়ান স্ট্যানলির এজেন্ট বলেই।
|
হাঙ্গেরিয়ান গ্রাঁ প্রি জিতে নিলেন লুইস হ্যামিল্টন। ব্রিটিশ ফর্মুলা ওয়ান দল ম্যাকলারেনের চালক। ভারতীয়দের জন্য অবশ্য হাঙ্গেরির রেস একেবারেই ভাল গেল না। সহারা ফোর্স ইন্ডিয়ার দুই চালক, নিকো হুল্কেনবার্গ আর পল ডি রেস্টা যথাক্রমে এগারো আর বারো নম্বরে শেষ করায় কোনও পয়েন্ট পেলেন না। |