নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে আলোচনা সভা |
তেল পরিবহণের পাইপলাইন যে সব এলাকার উপর দিয়ে গিয়েছে, সেখানকার মানুষকে নিরাপত্তা-সংক্রান্ত বিষয়ে সচেতন করতে আলোচনা সভার আয়োজন করল ইন্ডিয়ান অয়েল। শুক্রবার হাওড়ার জয়পুরের শিবগাছিয়া তিনকড়ি পট্টনায়েক শিক্ষানিকেতনে এ ধরনের একটি আলোচনাসভার আয়োজন করে সংস্থার ‘হলদিয়া মৌড়িগ্রাম রাজবাঁধ বারাউনি পাইপলাইন’ ডিভিশন। এ দিন সংস্থার কর্তারা গ্রামবাসীদের বুঝিয়ে দেন পাইপলাইনে অস্বাভাবিক কিছু চোখে পড়লে কী করতে হবে। উল্লেখ্য, এই এলাকার উপর দিয়ে সংস্থার তেল পরিবহণের পাইপলাইন গিয়েছে। পাইপলাইনের যাতে কেউ কোনও ক্ষতি করতে না-পারে সেই বিষয়েও গ্রামবাসীদের লক্ষ্য রাখতে অনুরোধ করেন সংস্থার কর্তারা। সংস্থার তরফে গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। স্কুলের ছাত্র-ছাত্রী, গ্রামবাসী, বিভিন্ন ক্লাব সদস্য, পঞ্চায়েতের কর্তারা হাজির ছিলেন। সংস্থার কর্তাদের মধ্যে ছিলেন কে পি ঘোষাল, অয়ন রায়, এ কে ঢালি, তপন দেবনাথ প্রমুখ।
|
লরির ধাক্কায় মৃত্যু হল এক কলেজ ছাত্রীর। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলি জেলার আরামবাগের হরিণখোলা-সংলগ্ন রাস্তায়। পুলিশ জানায়, মৃতের নাম মামনি শাসমল (২১)। বাড়ি স্থানীয় কেশবপুর গ্রামে। এ দিন সকালে হরিণখোলা বাজারে কেনাকাটায় গিয়েছিলেন তিনি। ফেরার পথে পিছন থেকে একটি লরি তাঁকে ধাক্কা মারে। স্থানীয় মানুষ মামনিকে নিয়ে যান আরামবাগ মহকুমা হাসপাতালে। কিছু ক্ষণের মধ্যেই মারা যান তিনি। পুলিশ দেহ ময়না-তদন্তে পাঠায়। চালকের খোঁজে তল্লাশি চলছে চালাচ্ছে পুলিশ। |