|
|
|
|
|
|
|
ইসকুলে মুশকিল |
উত্তর দিচ্ছেন পুষ্পা মিশ্র |
|
এক দিন স্কুলে না গলে পর দিন খুব টেনশন হয়। আর সন্ধেবেলা অঙ্ক করতে গেলে সারা দিনের কথা মনে ভিড় করে আসে, অঙ্ক ভুল হয়ে যায়।
অস্মিতা দে। ষষ্ঠ শ্রেণি, হোলি চাউল্ড ইংলিশ একাডেমি, মালদা
অস্মিতা, টেনশন এমনিতে হয় না। কোনও কারণ নিশ্চয়ই আছে। হয়তো তোমার মনে হয়, আগের দিন যা পড়ানো হয়েছে, সে পড়া তুমি যদি না পারো। যদি তা-ই হয়, তা হলে যে দিন স্কুলে যাওনি, সে দিনের পড়ার বন্ধুদের ফোন করে জিজ্ঞেস করে তৈরি করে নাও। টেনশনের কারণ যদি এটাই হয়, তা হলে টেনশন কমে যাবে। আর দ্বিতীয় সমস্যা খুবই কমন। সারা দিন পরে শান্ত হয়ে বসলে সারা দিনের কথা তো মনে পড়বেই। সুতরাং মনকে শান্ত করার জন্য অঙ্ক করতে বসার আগে ১০-১৫ মিনিট চুপচাপ শান্ত হয়ে বসো। চেষ্টা করো কিছু না ভাবতে। তার পর অঙ্ক করতে বসো। অথবা পড়তে বসে প্রথমে সহজ আর মন বসাবার মতো বিষয়, যেমন বাংলা পদ্য বা বাংলা গল্প নিয়ে শুরু করো। যখন পড়ায় মন বসে যাবে, তখন অঙ্ক করতে শুরু করো।
|
আমার কোনও নির্দিষ্ট সময়ে পড়তে ভাল লাগে না। যখন-তখন পড়ি। এবং পড়া তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়, আবার তাড়াতাড়ি ভুলেও যাই। কী করলে স্থায়ী ভাবে মনে থাকবে? জিষ্ণু দে সরকার। অষ্টম শ্রেণি, শিলিগুড়ি উচ্চ বালক বিদ্যালয়
জিষ্ণু, প্রথমত সব ছাত্রের পড়ার নির্দিষ্ট সময় থাকা উচিত। তুমিও চেষ্টা করো একটা সময় নির্ধারিত করে, সেই সময় পড়তে বসবে। তাড়াতাড়ি মুখস্থ হওয়া আর তাড়াতাড়ি ভুলে যাওয়া ভাল স্মৃতির লক্ষণ নয়। পড়া ভাল ভাবে মনে রাখতে হলে, নির্দিষ্ট সময়ে, শান্ত মনে পড়তে বসবে। পড়ায় মনোযোগ দেবে, পড়ায় সময় খেলার বা অন্য কথা ভাববে না, যা পড়বে বুঝে পড়বে, না বুঝে মুখস্থ করবে না। মুখস্থ হয়ে গিয়েছে মনে হলে সেটা রাফ খাতায় লিখে ফেলবে। আর মাঝে মাঝে রিভাইজ করবে। তা হলে পড়া বেশি দিন মনে থাকবে।
|
আমার ক্লাসের মেয়েরা দু’টি দল বানিয়েছে। এবং কোনওটাতে আমাকে নিচ্ছে না। কী করব?
অন্বেষা মুখোপাধ্যায়। পঞ্চম শ্রেণি, হরিয়ানা বিদ্যামন্দির
অন্বেষা, তুমি কি জানতে চেয়েছ ওরা কেন তোমাকে কোনও দলেই নিতে চাইছে না? কিছু না কিছু কারণ তো রয়েছে। কিছু দিন অপেক্ষা করো, ওদের জিজ্ঞেস করতে থাকো। তোমার নিশ্চয় কোনও না কোনও বন্ধু ওদের কোনও দলে আছে। তাকে জিজ্ঞেস করো। ওদের সঙ্গে কথা বলো। দেখবে কিছু দিন পরে পরিস্থিতি ঠিক হয়ে যাবে। তোমাকে ওরা নিশ্চয় জানাবে। তোমার কী ধরনের ব্যবহার ওদের খারাপ লেগেছে। তুমি সেটা শুধরে নাও, তা হলেই কোনও সমস্যা থাকবে না। |
|
খামে ভরো মুশকিল
পড়াশোনা, শিক্ষক বা বন্ধুদের নিয়ে তোমার যা মুশকিল, জানাও আমাদের।
চিঠির উত্তর দেবেন সাইকো-অ্যানালিস্ট পুষ্পা মিশ্র, বেথুন কলেজের প্রাক্তন অধ্যক্ষ।
চিঠিতে তোমার নাম আর ক্লাস জানাতে ভুলো না। খামের উপরে লেখো:
ইসকুলে মুশকিল, রবিবারের আনন্দমেলা,
আনন্দবাজার পত্রিকা,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০ ০০১ |
|
|
|
|
|
|
|