টুকরো খবর |
গ্রন্থাগারে ৩টি সাপ
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
স্কুলের লাইব্রেরি থেকে উদ্ধার হল তিনটি সাপ। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার জংশন রেলওয়ে হাই স্কুলে। স্কুলের প্রধান শিক্ষক প্রণব সেন জানান, এদিন দুপুরে দেড়টা নাগাদ লাইব্রেরি রুমের স্কুলের কয়েকজন কর্মী, ছাত্ররা সাপ দেখতে পান। সঙ্গে সঙ্গে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের খবর দেওয়া হয়। তাঁরা তিনটি দাঁড়াশ সাপ উদ্ধার করে। ঘটনার সময় স্কুলের ছাত্ররা আতঙ্কিত হয়ে পড়েন। লাইব্রেরি রুমের উৎসাহীরাও ভিড় জমান।
|
ভালুকশাবক |
|
ছবি: ডব্লিউটিআইয়ের সৌজন্যে |
গ্রামবাসী ও সেনাবাহিনীর তৎপরতায় চোরাশিকারিদের হাত থেকে বেঁচে গেল এই ভালুকশাবকটি। বুধবার অরুণাচল প্রদেশের পূর্ব কামেং জেলার সেপায় সেনা কনভয় যাচ্ছিল। গ্রামের মানুষ খবর দেয়, চোরাশিকারিরা ভালুকশাবক ধরেছে। সেনা-জওয়ানরা তাড়া করলে চোরাশিকারিরা স্ত্রী ভালুকশাবকটিকে ফেলে পালায়। সেটিকে সেনা ছাউনিতে নিয়ে আসে জওয়ানরা। পরে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। আপাতত শাবকটিকে রিপু চিরাং অভয়ারণ্যে রাখা হয়েছে। সুস্থ হলে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। |
|