|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
আভাস আছে রহস্যময়তারও |
মৃণাল ঘোষ |
শর্মিষ্ঠা সরকার ও টুম্পা চৌধুরী দুই তরুণী শিল্পী একসঙ্গে প্রদর্শনী করলেন সম্প্রতি কেমোল্ড গ্যালারিতে। দু’জনের ছবিতেই প্রকৃতির বিশেষ ভূমিকা রয়েছে। শর্মিষ্ঠার আটটি ছবির মধ্যে কয়েকটি কালি-কলমের ড্রয়িং। বৃক্ষের সান্নিধ্যে মানুষের উপস্থাপনা। তাঁর নিজস্ব আঙ্গিক ভাবনার পরিচয় মেলে। টুম্পার দশটি অ্যাক্রিলিকের ক্যানভাসে প্রাকৃতিক পরিসরে গাছের উপস্থাপনা। গাছের রূপারোপকে সরলীকৃত করে কিমাকার রহস্যময়তার আভাস এনেছেন। দু’জনেরই আঙ্গিক আরও পরিশীলিত হওয়ার অপেক্ষা রাখে। |
|
প্রদর্শনী চলছে
সিমা: ‘সামার শো’ ১ সেপ্টেম্বর পর্যন্ত।
আইসিসিআর: মধুছন্দা মজুমদার আজ শেষ।
অ্যাকাডেমি: আত্রেয়ী কুণ্ডু ৩১ পর্যন্ত।
দেবশ্রী বিশ্বাস, রত্না বসু প্রমুখ ৩১ জুলাই পর্যন্ত।
বিরাগ দেশাই ৩১ জুলাই পর্যন্ত।
সুকান্ত চৌধুরী ৩১ জুলাই পর্যন্ত।
|
|
|
|
|
|