লোকসানের মুখ দেখল ফেসবুক
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক |
লগ্নিকারীদের মধ্যে আশঙ্কা জাগিয়ে ২০১২ অথর্বর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক (এপ্রিল-জুন)-এর আর্থিক ফলাফল প্রকাশ করল ফেসবুক। বাজারে শেয়ার ছাড়ার পর এই প্রথম। এই সময়ে সংস্থার নিট লোকসান হয়েছে ১৫.৭০ কোটি ডলার। গত বছরেও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটির মুনাফা হয়েছিল ২৪ কোটি। তবে এর মধ্যেই আশার কথা তাদের আয়। যা ৩২.২৯% বেড়ে হয়েছে ১১৮ কোটি ডলার। পাশাপাশি, প্রায় তিনগুণ বেড়েছে সংস্থা চালানোর খরচ ও মূলধনী খাতে খরচও। মে মাসে শেয়ার বাজারে আসার সময়ে লগ্নিকারীদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে সংস্থা। এই অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। মূলত এর ক্ষতিপূরণ দিতে গিয়েই এই লোকসান বলে মনে করা হচ্ছে। এ দিকে, ফেসবুকের এই ফলাফলে শেয়ার বাজারও যে যথেষ্ট আতঙ্কিত, তার প্রমাণ পাওয়া গিয়েছে সংস্থার দরের পতনে। এর মধ্যেই আগামী দিনে যে সংস্থার সামনে কঠিন পরীক্ষা রয়েছে, তা মানছেন সকলেই। বিশ্ব জুড়ে মাসে অন্তত এক বার ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৯% বেড়ে ৯৫.৫ কোটিতে দাঁড়ালেও, শুধুমাত্র মোবাইলে ব্যবহারকারীর ক্ষেত্রে তা বেড়েছে ৬৭%। সংখ্যার হিসেবে যা ৫৪.৩ কোটি। আর এই পরিসংখ্যানই যথেষ্ট চিন্তায় ফেলতে বাধ্য ফেসবুককে। কারণ, সাময়িক ভাবে মোবাইলে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যম চালু করলেও, এখনও পর্যন্ত তা পুরোপুরি শুরু করতে পারেনি তারা। ফলে সংস্থাগুলিও এখন আর ফেসবুকে বিজ্ঞাপন দিতে আগের মতো উৎসাহী হচ্ছে না। যেহেতু ফেসবুকের বেশির ভাগ আয়ই হয় এই বিজ্ঞাপন থেকে, তাই আগামী দিনে আয়ও কমতে পারে বলে আশঙ্কা রয়েছে বিশেষজ্ঞদের মধ্যে। যদিও, এ নিয়ে মানুষকে আস্বস্ত করেছেন সংস্থার কর্ণধার মার্ক জুকেরবার্গ। তাঁরা যে ইতিমধ্যেই মোবাইলকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন, তা বিবৃতিতে স্পষ্ট জানিয়েছেন তিনি।
|
টিডিস্যাটে আর-কম
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
এয়ারটেলের বিরুদ্ধে টেলিকম ট্রাইব্যুনাল টিডিস্যাটে গেল রিলায়্যান্স কমিউনিকেশন্স (আর-কম)। তাদের অভিযোগ, নিজেদের নেটওয়ার্ক থেকে আসা আন্তর্জাতিক কল নির্দিষ্ট টোল-ফ্রি নম্বরে না-পাঠিয়ে তা আটকে দিচ্ছে এয়ারটেল। এ দিকে, ব্রডব্যান্ড পরিষেবায় গ্রাহকদের আরও বেশি তথ্য জানিয়ে স্বচ্ছতা বাড়ানোর নির্দেশ দিয়েছে ট্রাই। গ্রাহকদের তরফে অভিযোগ পেয়েই তাদের এই নির্দেশ।
|
অম্লান বসু ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল কর্পোরেশনের চেয়ারম্যান তথা ডিরেক্টর নিযুক্ত হয়েছেন। |