২০০ টাকা দিতে না পারায় মৃত্যু শিশুর
সংবাদসংস্থা • জালন্ধর |
দু’শো টাকার জন্যই শিশুটিকে জীবনদায়ী ব্যবস্থা থেকে সরিয়ে নেওয়া হয়। আর তার জন্যই মারা যায় সে। জালন্ধরের সরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। শিশুটির বাবা সঞ্জীব কুমার অভিযোগ করেন, তিনি ২০০ টাকা দিতে না পারায়, শিশুটিকে জীবনদায়ী ব্যবস্থায় রেখেও তা থেকে পরে সরিয়ে নেন জালন্ধরের সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর কথায়, “জন্মের পর থেকেই আমার মেয়ে অসুস্থ ছিল। চিকিৎসকেরা জানান, ওর জন্ডিস হয়েছে।” তিনি জানান, চিকিৎসকেরা মেয়েকে জরুরি বিভাগে স্থানান্তরিত করেন। জীবনদায়ী ব্যবস্থায় তাকে রাখা হয়। সঞ্জীবের অভিযোগ, নার্সরা জীবনদায়ী ব্যবস্থায় রাখার খরচ হিসেবে তাঁকে ২০০ টাকা জমা দিতে বলেন। তাঁর কথায়, “তখন টাকা না থাকায় আমি তা দিতে পারিনি। এর পরই মেয়েকে জীবনদায়ী ব্যবস্থা থেকে সরিয়ে দেওয়া হয়। এর ফলেই রাতে মেয়ে মারা যায়।”
|
চিকিৎসা শিবির
নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর |
সর্বশিক্ষা মিশনের উদ্যোগে বৃহস্পতিবার মন্তেশ্বরে একটি চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। মহকুমার পাঁচটি ব্লকের শতাধিক ছাত্রছাত্রীর চিকিৎসা করা হয় সেখানে। হাজির ছিলেন দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতাল ও কালনা মহকুমা হাসপাতালের কয়েক জন চিকিৎসক। শিবির সূত্রে জানা গিয়েছে, অস্ত্রোপচার-সহ চিকিৎসার সমস্ত খরচ বহন করা হবে রোগীদের। অনুষ্ঠানে হাজির ছিলেন মন্তেশ্বরের বিএমওএইচ কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়-সহ বিভিন্ন আধিকারিকেরাও।
|
বিষক্রিয়ায় অসুস্থ ১৮ ছাত্রী
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
খাদ্যে বিষক্রিয়ার ফলে বোকারোর একটি সরকারি আবাসিক বালিকা বিদ্যালয়ের ১৮ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। চন্দ্রপুরা হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। বোকারোর জেলাশাসক (ডিসি) সুনীল কুমার জানিয়েছেন, চিকিৎসাধীন ছাত্রীরা সকলেই এখন ভাল আছে। ঠিক কী খেয়ে ওই ছাত্রীরা অসুস্থ হয়েছে, তা জানা যায়নি। |