ন্যাশনাল ইনস্টিটিউট ফর দি অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপড-এ এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ডিসেবিলিটি রিহ্যাবেলিটেশন অ্যান্ড ম্যানেজমেন্ট পড়ানো হচ্ছে। যোগ্যতা: গ্র্যাজুয়েশন সহ রেজিস্টার্ড রিহ্যাবিলিটেশন প্রফেশনাল বা কর্মী/ সাইকলজি, ক্লিনিক্যাল সাইকলজি, সোশিয়োলজি, সোশ্যাল ওয়ার্ক, ডিসেবিলিটি স্টাডিজ-এ ডিগ্রি ডিসেবিলিটি-তে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা সহ/ মেডিসিন-এ স্নাতক। ভর্তি হওয়া যাবে লিখিত/ অ্যাপ্টিটিউড টেস্ট-এর মাধ্যমে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জুলাই। ওয়েবসাইট: www.nioh.in
কলকাতা বিশ্ববিদ্যালয় মিডিয়া স্টাডিজ (ফিল্ম অ্যান্ড টেলিভিশন) নিয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য ফর্ম দিচ্ছে। যোগ্যতা: স্নাতক। ২৫০ টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের সেলস্ কাউন্টার [আশুতোষ বিল্ডিং (গ্রাউন্ড ফ্লোর), কলেজ স্ট্রিট ক্যাম্পাস, কলকাতা- ৭০০০৭৩] থেকে ফর্ম পাওয়া যাবে। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অগস্ট। প্রবেশিকা পরীক্ষা হবে ২৬ অগস্ট। ওয়েবসাইট: www.caluniv.ac.in
বেঙ্গালুরুর শংকর কলেজ অব অপ্টোমেট্রি-তে অপ্টোমেট্রিতে চার বছরের বি এসসি কোর্সে ভর্তির জন্য আবেদন জমা নিচ্ছে। যোগ্যতা: ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক/ বায়োলজি সহ দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ১৫ অগস্ট। ই-মেল: sco@sankaraeye.com কলকাতা বিশ্ববিদ্যালয়ে কম্পারেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গোয়েজ অ্যান্ড লিটরেচার-এ স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য আবেদনপত্র জমা নিচ্ছে। যোগ্যতা: বাংলা বা কোনও ভারতীয় ভাষা বা কম্পারেটিভ লিটরেচার কিংবা লিঙ্গুইস্টিক্স-এ অনার্স গ্র্যাজুয়েট। বিশ্ববিদ্যালয়ের সেলস্ কাউন্টার থেকে ৩০০ টাকার বিনিময়ে ফর্ম সংগ্রহ করা যাবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৪ অগস্ট।
|