দরজা ভেঙে ঢুকে বৃদ্ধার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বাড়িতে লুঠপাট চালাল এক দল দুষ্কৃতী। রবিবার ভোর রাতে ধানতলার হিজুলি লাইন কলোনির ঘটনা। ওই বাড়ির মালিক বছর বাষট্টির শান্তিরানি দাসের অভিযোগ, “ভোর রাতে আওয়াজে ঘুম ভেঙে যায়। ঘরের দরজা খুলতেই মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকায় কয়েক জন যুবক। তাদের সকলেরই মুখে কাপড় বাঁধা ছিল। আমার দুই ছেলেকে ডেকে দিতে বলে।” শান্তিরানি দেবীর দুই ছেলে প্রবাল দাস বেরিয়ে এলে সকলকে বেঁধে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, হাজার খানেক টাকা, সোনার গয়না, মোবাইল-সহ বাড়ির বেশ কিছু জিনিস নিয়ে পালায় তারা। শান্তিরানিদেবীর আরও অভিযোগ, “পুলিশের কথা বলতেই আমার দুই পুত্রবধূকে চড় মারে ওরা।” মিনিট চল্লিশ বাড়িতে লুঠপাট চালানোর পরে বাড়ি থেকে বেরিয়ে যায় ওই দুষ্কৃতীরা। বাড়ির লোকেদের চিৎকারে উপর থেকে নেমে আসেন শান্তিরানিদেবীর ছেলে সুদীপ দাস। তিনি বেরিয়ে সকলের বাঁধন খুলে দেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ হয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
|
আগুনে পুড়ে মারা গিয়েছেন আসমাতারা বিবি (২৮) নামে এক মহিলা। নওদার কামাদপুরে শনিবার ঘটনাটি ঘটে। মৃতার বাবা ইসমাইল মালিখ্যার অভিযোগ, “দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে আমার মেয়ের উপরে নির্যাতন চালানো হয়েছে। শুক্রবার ওর গায়ে আগুন ধরিয়ে দিয়েছে জামাই রহিম শেখ।” পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তদন্ত চলছে। স্থানীয় সূত্রে জানানো হয়েছে, ১২ বছর আগে রহিমের সঙ্গে আসমাতারার বিয়ে হয়। তাদের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
|
বোমা ফেটে জখম হয়েছে আরিফ শেখ নামে বছর পাঁচেকের এক বালকের। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে রানিনগরের তেজসিংহপুরে। জখম আরিফকে কলকাতার নীলরতন সরকার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাড়ির পিছনের ঘরে খেলছিল সে। আচমকাই বোমা ফেটে জখম হয় আরিফ। তার দাদু আবু বাক্কার সিদ্দিকিকে আটক করা হয়েছে।
|
নকল স্বর্ণমুদ্রা বিক্রি করতে গিয়ে ধরা পড়ল দু’জন। ধৃতেরা হল ব্যারাকপুরের বাসিন্দা কৃষ্ণা সিংহ ও কানপুরের বাসিন্দা শিউ রাঠোর। শনিবার হাঁসখালির বগুলা বাজার থেকে তাদের ধরে পুলিশ। তাদের কাছ থেকে ব্রোঞ্জে রং করা আড়াই কেজি নকল স্বর্ণমুদ্রা আটক করেছে পুলিশ।
|
স্কুল চত্বর থেকে বোমা-সহ এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। নাম রাজকুমার মণ্ডল। শনিবার রানিনগরের চরমুন্সিপাড়া হাইস্কুলের ঘটনা। ডোমকলের এসডিপিও দেবর্ষি দত্ত বলেন, “ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।” শিক্ষক গোপালচন্দ্র মণ্ডল বলেন, “ষষ্ঠ শ্রেণি পর্যন্ত রাজকুমার এই স্কুলে পড়েছে। ওকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।”
|
মারা গেলেন ‘মুর্শিদাবাদ শ্রী’ অরূপরতন বন্দ্যোপাধ্যায়। ১৬ জুলাই বহরমপুরের খাগড়া ঘাটবন্দরের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। বয়স হয়েছিল ৮১ বছর। ১৯৫৭ সালে তিনি দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় অংশ নিয়ে মুর্শিদাবাদ শ্রী উপাধি পান।
|
একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে মেসবাহুল হক (৫) নামে এক বালকের। রবিবার সকালে রেজিনগরের কাশীপুর গ্রামে ঘটনাটি ঘটে। মেসবাহুলের বাড়ি রেজিনগরের কাশীপুরে। এ দিন রাস্তা পার হওয়ার সময়ে গাড়িতে পিষ্ট হয় সে। ঘটনাস্থলেই মারা যায় ওই বালক।
|
জলের ট্যাঙ্ক থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে কিতাব শেখ (৩৭) নামে এক ঠিকাদারের। বাড়ি থানারপাড়ায়। শনিবার গমাখালির ঘটনা। জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদ্যোগে একটি জলট্যাঙ্ক তৈরির কাজ চলছিল। ট্যাঙ্কে উঠে কাঠ নামাতে যান কিতাব। ঘটনাস্থলেই মারা যান তিনি। |