গোটা মরসুম ধরে স্পিনারদের ট্রেনিং নয়, স্বল্পমেয়াদী ভিত্তিতে বাংলায় আসতে চাইছেন বিষেণ সিংহ বেদী। রবিবার সিএবি-র বার্ষিক অনুষ্ঠানের পর প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার সঙ্গে এ ব্যাপারে তাঁর একপ্রস্থ কথাও হল। গত বছর থেকেই জম্মু-কাশ্মীরের কোচিংয়ের দায়িত্বে আছেন বেদী। এ বছরও সেই চুক্তি বহাল আছে। বেদী জানিয়েছেন, বাংলায় টানা কোচিং করানো তাঁর পক্ষে মুশকিল। বরং স্বল্প মেয়াদে এলে সুবিধা। সিএবি-র তাতে আপত্তি নেই। কারণ পরিকাঠামো এখনও প্রস্তুত নয়। ইন্ডোরের অবস্থা খারাপ। মরসুম জুড়ে বেদীকে আনার ভাবনা আপাতত সরিয়ে রাখা হচ্ছে। বরং ছোট ছোট শিবিরের কথা ভাবা হচ্ছে। স্পিনারদের ওই শিবিরে বেদী আসতে পারেন। মরসুম শুরুর আগে অন্তত দু’টো শিবির চায় সিএবি। চলতি মরসুমের কোন সময় তিনি ফাঁকা থাকবেন, বেদীর কাছে তা জানতে চেয়েছে সিএবি। বৈঠক শেষে সিএবি প্রেসিডেন্ট বা বেদী নিজে অবশ্য এ ব্যাপারে মুখ খুলতে চাননি। বরং বেদী বলছিলেন, “সে ভাবে কিছু কথা হয়নি। তবে বাংলার কাজে আসতে পারলে ভাল লাগবে।”
|
দুই ক্লাব। দুই ছবি। এক দিকে, গোয়ার চার্চিল ব্রাদার্সের স্পনরসকে পেয়ে গেল কলকাতার ভবানীপুর ক্লাব। পশ্চিমবঙ্গের সংস্থা এনভিডি সোলারই নতুন মরসুমে ব্যারেটোদের স্পনসর। অন্য দিকে, ইস্টবেঙ্গলে শেষ পর্যন্ত মিটতে চলেছে অতনু-বিতর্ক। তাঁকে আসন্ন মরসুমের জন্য গোলকিপার কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। রবিবার দুপুরে স্পনসরের নাম জানানোর পাশাপাশি ভবানীপুরের সচিব সৃঞ্জয় বসু ঘোষণা করলেন ৩১ জনের দল। তিন বিদেশিব্যারেটো, হাদসন লিমা এবং নামিবিয়ান রিচার্ড গারিসেব। অধিনায়ক ব্যারেটো বলেন, “দলের তরুণ ফুটবলারদের ঠিক মতো গাইড করলে টিমটা ভাল জায়গায় যাবে।”
|
সেবাস্তিয়ান ভেটেল আর জেনসন বাটনের কড়া চ্যালেঞ্জ সামলে জার্মান গ্রাঁ প্রি জিতলেন ফের্নান্দো আলোন্সো। মরসুমের তৃতীয় জয়ে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে তাঁর লিড ৩৪ পয়েন্টের। দ্বিতীয় স্থানে শেষ করলেন রেড বুলের ভেটেল। তৃতীয় ম্যাকলারেনের বাটন। সহারা ফোর্স ইন্ডিয়া গতকাল যোগ্যতা পর্বে ভাল করলেও আজ রেসে প্রত্যাশা পূরণ করতে পারল না। ঘরের রেসে ভারতীয় দলের জার্মান চালক নিকো হুল্কেনবার্গ চার নম্বর থেকে শুরু করলেও নবম স্থানে শেষ করে দলকে দিলেন দু’পয়েন্ট। নিজের একশো তম ফর্মুলা ওয়ান রেসে দিনটা হতাশায় শেষ হল লুইস হ্যামিল্টনের। ব্রিটিশ তারকা চাকা নিয়ে বারবার সমস্যায় পড়ার পরে নয় ল্যাপ বাকি থাকতে রেস ছেড়ে দিতে বাধ্য হন। |