টুকরো খবর |
ফের হাতির হানায় বৃদ্ধের মৃত্যু বাঁকুড়ায় |
নিজস্ব সংবাদদাতা • ওন্দা |
|
ছবি: শুভ্র মিত্র। |
হাতির হানায় বাঁকুড়া জেলায় এক সপ্তাহে দু’জনের মৃত্যু হল। রবিবার সকালে বিষ্ণুপুর বন বিভাগের ওন্দা রেঞ্জের লাগোয়া হাতিবাড়ি গ্রামে একটি হাতি ঢুকে এক বৃদ্ধকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মেরে পায়ে থেঁতলে দেয়। ঘটনাস্থলেই বৃদ্ধ বৈদ্যনাথ মুর্মু-র (৬০) মৃত্যু হয়। ওই গ্রামেই তাঁর বাড়ি। ডিএফও (বিষ্ণুপুর) কুমার বিমল বলেন, “একটি রেসিডেন্ট হাতি হঠাৎ ওই গ্রামে ঢুকে হামলা চালিয়েছে। তবে হাতিটির আচরণ ও গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। সরকারি নিয়ম মতো মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।” বন দফতর ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধ এ দিন ভোরে বাড়ির কাছে শৌচকর্ম করতে বেরিয়েছিলেন। সেই সময় হাতিটি তাঁকে আক্রমণ করে। মৃতের নাতি রবি বাস্কের ক্ষোভ, “আমাদের এলাকায় সচরাচর হাতি আসে না। এ দিন কখন যে নিঃশব্দে হাতিটি এসেছিল টের পাওয়া যায়নি। দাদুর চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি, সব শেষ।” পরে বাসিন্দারা বেশ কিছু ক্ষণ চেষ্টা চালিয়ে হাতিটিকে গ্রামের বাইরে পাঠান। প্রসঙ্গত কয়েক দিন আগে বেলিয়োতোড় রেঞ্জের বনাঞ্চলে বাঁকুড়া সদর থানার একটি গ্রামে হাতির হানায় এক বৃদ্ধার মৃত্যু হয়। তার পাশের ওন্দা থানা এলাকায় আবার হাতির হানায় এই বৃদ্ধের মৃত্যুতে এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। কান্নায় ভেঙে পড়েছেন মেয়ে।
|
নালা বেহাল হাসপাতালে |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
দীর্ঘদিন থেকে সাফাই না-হওয়ায় নিকাশি নালার জল উপচে বিষিয়ে উঠেছে রায়গঞ্জ জেলা হাসপাতালের পরিবেশ। ওই পরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে সাফাই কাজে গাফিলতির অভিযোগ তুলেছেন রোগী এবং তাঁদের আত্মীয়রা। হাসপাতাল চত্বরে যত্রতত্র ছড়িয়ে রয়েছে চিকিৎসা বর্জ্য। দুর্গন্ধে বিপাকে পড়েছেন রোগীর লোকজন। ছড়াচ্ছে দূষণ। অভিযোগ পৌঁছেছে রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যাণ তথা রাজ্যের জনস্বাস্থ্য ও গ্রন্থাগার মন্ত্রী আবদুল করিম চৌধুরীর কাছে। তিনি এই প্রসঙ্গে বলেন, “জেলা হাসপাতাল চত্বরে দূষণমুক্ত করার জন্য উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতরের কর্তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।” হাসপাতাল সুপার অরবিন্দ তান্ত্রি বলেন, “হাসপাতালের প্রধান নিকাশি নালা তিন দশকেরও বেশি পুরনো। নালার গতিপথ বন্ধ হয়ে গিয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের কর্তাদের কাছে নতুন নিকাশি নালা তৈরির আবেদন জানানো হয়েছে।”
|
|
ঘর হবে খাসা। পুরুলিয়ায় সুজিত মাহাতোর তোলা ছবি। |
|
হাতির পায়ে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
হাতি তাড়াতে গিয়ে পায়ের তলায় পিষ্ট হয়ে মৃতু হল এক ব্যক্তির। শনিবার রাতে ঘটনাটি ঘটে কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, এলাকায় হাতি ঢোকার খবর পেয়ে তাড়াতে গিয়ে সামনা সামনি পড়ে যান ওই ব্যক্তি। বক্সা ব্যাঘ্র প্রকল্পের হ্যামিলটনগঞ্জের রেঞ্জ অফিসার মধুরমিলন ঘোষ জানান, মৃতের নাম সিলভেস্টার ওরাঁও (৪৫)। শনিবার রাত দেড়টা নাগাদা মেচপাড়া চা বাগানের ৯ নম্বর লাইনে একটি দাঁতাল হাতি ঢুকে পড়লে বাসিন্দাদের সঙ্গে ওই ব্যক্তি হাতি তাড়াতে যান। হাতিটিকে চা বাগিচার বাসিন্দারা যখন তাড়ানোর চেষ্টা করছিলেন সেই সময় মুখোমুখি পড়ে যান ওই ব্যক্তি। বুনোটি তাকে মাটিতে ফেলে বুকে ও পেটে পা দিয়ে আঘাত করে। ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়।
|
মাছের প্রজনন বাড়াতে প্রকল্প
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
|
—নিজস্ব চিত্র। |
নদীতে মাছের প্রজনন বাড়াতে কেন্দ্রীয় সরকারের ‘রিভার র্যাঞ্চিং’ প্রকল্পে ভাগীরথীর জলে ছোট মাছ ছাড়ার কর্মসূচি গ্রহণ করল জেলা মৎস্য দফতর। রবিবার ভাগীরথীর জলে পুঁটি, মৌরলা, খোলসের মত ছোট মাছ ছাড়াও মাগুর-জিয়ল মাছ ছাড়া হয়। হাজির ছিলেন মৎস্য দফতরের মন্ত্রী কংগ্রেসের আবু হেনা। তিনি বলেন, “জেলেরা ডিম ভরা মাছ ধরার ফলে নদীতে মাছের বৃদ্ধি হচ্ছে না। এক্ষেত্রে তাদের সচেতনতার অভাব রয়েছে। ফলে প্রায় সব নদীতেই মাছের আকাল দেখা দিয়েছে। নদীতে মাছের সংখ্যা বাড়াতেই প্রতি বছর বর্ষায় কেন্দ্রীয় প্রকল্পের আওতায় ওই কর্মসূচি গ্রহণ করা হয়। রাজ্যের বিভিন্ন জেলায় নদীতে ওই মাছ ছাড়া হয়। ওই বড় মাছগুলির পেটে ডিম রয়েছে। ওই ডিম থেকেই নতুন আরও মাছের জন্ম হবে।”
|
স্কুলে বৃক্ষরোপণ
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
অরণ্য সপ্তাহ উপলক্ষে গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করে কৃষ্ণনাথ কলেজ স্কুলের প্রাক্তনীরা। রবিবার এই বৃক্ষরোপণ উৎসবের প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন স্কুলের প্রাক্তনী ও বহরমপুরের পুরপ্রধান নীলরতন আঢ্য। এ দিন স্কুল প্রাঙ্গণে চারাগাছও লাগান হয়। কৃষ্ণনাথ কলেজ স্কুল প্রাক্তনীদের সংগঠন কেএনসিএস অ্যালুমনি অ্যাসোসিয়েশনের পক্ষে কৃষ্ণেন্দু মণ্ডল বলেন, “১৪-২০ জুলাই ছিল অরণ্য সপ্তাহ। সেই উপলক্ষে এ দিন স্কুলে বৃক্ষরোপন করা হয়।”
|
বনসৃজন উৎসব |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
শুক্রবার অরণ্য সপ্তাহের শেষ দিনে ‘বনসৃজন উৎসব’ পালন করল পটাশপুরের অমর্ষি রঘুনাথ হাইস্কুল। জাতীয় সেবা প্রকল্পের স্কুল শাখা ও স্কুলের ইকো ক্লাবের যৌথ উদ্যোগে এবং অমর্ষি-১ গ্রাম পঞ্চায়েত ও আন্তর্জাতিক সেবা সংস্থার চিস্তিপুর শাখার সহযোগিতায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিলি করা হয়।
|
মানবশিশুসদৃশ ছবি নিয়ে বিতর্ক |
|
(বামে) যে ছবি নিয়ে বিতর্ক। (ডানদিকে) হুলক গিবন। উজ্জ্বল দেবের তোলা ছবি। |
নাগাল্যান্ডে বন বিভাগীয় কর্তারা দাবি করলেন, মানবশিশুসদৃশ যে প্রাণীর ছবি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে সেটি সম্ভবত হুলক গিবন অর্থাৎ উল্লুকের ছানার ছবি। ওই প্রাণীটি মোটেই ‘মিসিং লিঙ্ক’ নয়। উল্লুক বিপন্ন প্রাণী। নাগাল্যান্ডে তাদের সন্ধান মিলত না। ছবি মেলার পরে রাজ্যে নতুন করে উল্লুক প্রজাতির সন্ধান শুরু হচ্ছে। |
|
জলপাইগুড়ির সেবাগ্রাম থেকে রবিবার উদ্ধার হয়
৭টি বাচ্চা-সহ একটি গোখরো। ছবি: সন্দীপ পাল। |
|
|