টুকরো খবর
৬৩ মিটারের বাধা টপকালেন কৃষ্ণা
তাঁর অলিম্পিক প্রস্তুতি যে ঠিক দিকেই এগোচ্ছে সেটা আরও এক বার বুঝিয়ে দিলেন কৃষ্ণা পুনিয়া। লন্ডন অলিম্পিক থেকে ভারতকে পদকের স্বপ্ন দেখানো মেয়ে এখানে উডফোর্ড গ্রিন ওপেন মিটে ৬৩.১৬ মিটার ছুড়লেন। অ্যাশটন প্লেয়িং ফিল্ডস-এ আয়োজিত মিটে কমনওয়েলথ চ্যাম্পিয়ন কৃষ্ণা নিজের প্রথম থ্রে-তেই এই দূরত্ব পার করেন। যা দেখে তাঁর কোচ ও স্বামী বীরেন্দ্র গৌড়া রীতিমতো আশাবাদী। বীরেন্দ্র মনে করছেন একদম ঠিক সময়ে নিজের সেরা ফর্মের দিকে এগিয়ে যাচ্ছেন কৃষ্ণা। এবং সে জন্যই অলিম্পিকে তিনি ৬৫ মিটার পার করে যাবেন। বীরেন্দ্র বলেছেন, “এই থ্রো-টাই বলে দিচ্ছে, অলিম্পিকে ও নিজের সেরা ফর্মে থাকবে। আমার বিশ্বাস, অলিম্পিকে ও ৬৫ মিটার পার করে যাবে।” কৃষ্ণার কোচের এই বিশ্বাসের পিছনে বড় কারণ, কৃষ্ণা নিজের প্রথম থ্রো দারুণ করছেন। বীরেন্দ্রের কথায়, “অলিম্পিকের মতো বড় মঞ্চে পদকের লড়াইয়ে থাকতে হলে শুরুর রাউন্ডগুলোতে বড় থ্রো করা ভীষণ জরুরি। এখানে প্রথমেই ৬৩ মিটার পার করে গিয়ে কৃষ্ণা বোঝাল ও লড়াইয়ের জন্য তৈরি।” অলিম্পিকে মেয়েদের ডিলকাসের কোয়ালিফাইং শুরু হবে ৩ অগস্ট থেকে। তার আগে এখানে আরও একটি লোকাল মিটে নামার কথা আছে কৃষ্ণার।

মর্গ্যানের দাবি ঝুলেই থাকল
কোচের সঙ্গে মেহতাবরা। -নিজস্ব চিত্র
গোলকিপার কোচ অতনু ভট্টাচার্যের ভবিষ্যৎ নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারলেন না ইস্টবেঙ্গল প্রেসিডেন্ট প্রণব দাশগুপ্ত। বুধবার ট্রেভর মর্গ্যানের সঙ্গে আলোচনায় বসেছিলেন প্রণববাবু। অতনু-বিতর্ক মেটাতে যাঁর ওপরে দায়িত্ব দিয়েছিল ক্লাব। সেখানে অতনুকে কেন মর্গ্যান চাইছেন, তা শোনেন তিনি। একই সঙ্গে ক্লাব কর্তাদের মনোভাব কী, তাও কোচকে জানান। তিনি বলেন, “ওর ইচ্ছাটা ক্লাব কমিটিকে জানাব। তার পরে সিদ্ধান্ত।”

চোট পেয়ে বাইরে টোলগে
ইস্টবেঙ্গলের পরে এ বার চোট আঘাতের কালো ছায়া ঢুকে পড়ল মোহনবাগানেও। দুর্গাপুরের আবাসিক শিবিরে অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেলেন টোলগে ওজবে। যদিও অস্ট্রেলিয়ান স্ট্রাইকারের চোট গুরুতর নয় বলেই জানালেন মোহনবাগান কোচ সন্তোষ কাশ্যপ। তাঁর কথায়, “টোলগের ডান পায়ে হ্যামস্ট্রিং হয়েছে। ডাক্তার ওকে দু’তিন দিন বিশ্রাম নিতে বলেছেন। যদি ব্যথা না কমে, তা হলে এমআরআই করাতে হবে। এই মুহূর্তে প্রয়োজন নেই।” অনুশীলনে না নামলেও, বুধবার হালকা দৌড় এবং জিম করেছেন টোলগে। সন্তোষ কাশ্যপ এবং সহকারি কোচ বার্নার্ডও তাঁর দিকে বাড়তি নজর দিচ্ছেন। এ দিকে, টোলগের পাশাপাশি চোট পেয়েছেন মালসাম ফেলা এবং মণীশ মৈথানিও। দু’জনেরই গোড়ালিতে চোট।

ফিরতে চেয়েও দলে নেই পিটারসেন
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য অবসর ভেঙে সব ধরনের ক্রিকেটে আবার ফিরতে আগ্রহী ছিলেন তিনি। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলে কেভিন পিটারসেনকে রাখল না ইসিবি। আজ প্রকাশিত তিরিশ জনের তালিকায় পিটারসেনের নাম নেই। পিটারসেন অবসর ভেঙে আবার সীমিত ওভারের ক্রিকেট খেলার ইচ্ছা প্রকাশ করার পর থেকে গত সপ্তাহে তাঁর সঙ্গে ইসিবি কর্তাদের বেশ কয়েক বার বৈঠক হয়। ব্রিটিশ মিডিয়ার খবর অনুযায়ী, সব ধরনের ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে খেলার বদলে পিটারসেন নাকি পরের মরসুমে গোটা আইপিএল খেলার অনুমতি চেয়েছিলেন। তবে শোনা যাচ্ছে, পিটারসেনের ব্যাপারে প্রথম থেকেই আগ্রহী ছিলেন না ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।

প্রয়াত সুরেশ সারাইয়া
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন প্রবীণ ক্রিকেটভাষ্যকার সুরেশ সারাইয়া। বয়স হয়েছিল ৭৬ বছর। টিভি-তে ক্রিকেটের রমরমার আগে এ দেশে রেডিওতে ক্রিকেট ধারাভাষ্যে অন্যতম সেরা ছিলেন তিনি। বিশেষ করে ছয় আর সাতের দশকে ভারতের প্রতিটা ম্যাচে থাকতেন নিয়মিত ভাষ্যকার।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.