টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের তিরিশ জনের দলে নেওয়া হল যুবরাজ সিংহকে। প্রাথমিক দলে রয়েছেন মনদীপ সিংহ এবং অম্বাতি রায়ডু-ও। জাতীয় দলে এই প্রথম তাঁদের ডাকা হল। খারাপ ফর্মের জন্য বেশ কয়েক মাস দলের বাইরে থাকা হরভজন সিংহের নামও রয়েছে প্রাথমিক দলে। এ ছাড়া চমক বলতে ২০০৯ সালে শেষ এক দিনের ম্যাচ খেলা লক্ষ্মীপতি বালাজি। বাংলা থেকে ডাক পেয়েছেন অশোক দিন্দা এবং মনোজ তিওয়ারি।
পনেরো জনের চূড়ান্ত দলেও যুবরাজের থাকার ভাল সম্ভাবনা রয়েছে। প্রধান জাতীয় নির্বাচক শ্রীকান্ত নিজেই বলেছেন, দেশকে বিশ্বকাপ এনে দেওয়া ব্যাটসম্যানের দলে প্রত্যাবর্তন প্রাপ্য। জার্ম সেল ক্যানসার সারিয়ে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করছিলেন যুবরাজ। সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপেই যে তিনি জাতীয় দলে ফিরতে চান, সেই ইচ্ছেও প্রকাশ করেছিলেন। জাতীয় দলের হয়ে তাঁর শেষ ওয়ান ডে ২০১১ বিশ্বকাপ ফাইনাল। গত নভেম্বরে ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেন যুবরাজ।
বিশ্বকাপ দল নির্বাচনে যে আইপিএলের যথেষ্ট প্রভাব আছে, মনদীপ এবং রায়ডু-ই তার প্রমাণ। পঞ্জাব এবং উত্তরাঞ্চলের হয়ে ১৩টা প্রথম শ্রেণির ম্যাচ খেলা মনদীপ আইপিএল ফাইভে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে ধারাবাহিক ভাবে রান করেন। ১২৬ স্ট্রাইক রেট এবং ৪৩২ রান নিয়ে মনদীপ আইপিএল ফাইভের সফলতম ব্যাটসম্যানদের মধ্যে দশ নম্বরে ছিলেন। অন্য দিকে, বিদ্রোহী আইসিএল থেকে ফেরার পর এই প্রথম জাতীয় দলে ডাক পেলেন হায়দরাবাদি ব্যাটসম্যান রায়ডু। আইপিএল ফাইভে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৫টা ম্যাচে ৩৩৩ রান করেন তিনি।
তিরিশ জনের দল: মহেন্দ্র সিংহ ধোনি, বীরেন্দ্র সহবাগ, গৌতম গম্ভীর, বিরাট কোহলি, রোহিত শর্মা, সুরেশ রায়না, রবিচন্দ্রন অশ্বিন, প্রজ্ঞান ওঝা, উমেশ যাদব, অশোক দিন্দা, অজিঙ্ক রাহানে, মনোজ তিওয়ারি, রাহুল শর্মা, বিনয় কুমার, জাহির খান, যুবরাজ সিংহ, রবিন উথাপ্পা, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, মনদীপ সিংহ, পীযূষ চাওলা, রবীন্দ্র জাডেজা, শিখর ধওয়ান, অম্বাতি রায়ডু, হরভজন সিংহ, মুনাফ পটেল, নমন ওঝা, দীনেশ কার্তিক, প্রবীণ কুমার এবং লক্ষ্মীপতি বালাজি। |