দেশের পিছিয়ে পড়া রাজ্যগুলিতে উৎপাদন শিল্পের বিশেষ আর্থিক অঞ্চল (সেজ) গড়ার সুযোগ খতিয়ে দেখতে শিল্পমহলকে আর্জি জানাল কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক। কারণ, রফতানি ব্যবসায় বড় ভূমিকা নিলেও, সেজ-এ ব্যবসার সম্ভাবনার অনেকটাই এখনও ব্যবহার করা যায়নি বলে অভিযোগ মন্ত্রকের। আর এর জন্য ঘুরেফিরে মাত্র ৬-৭টি রাজ্যের মধ্যেই সেজ তৈরির বিষয়টি সীমাবদ্ধ থাকার পাশাপাশি, বহু ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প তৈরি করতে না-পারাকেও দায়ী করেছেন মন্ত্রকের যুগ্ম সচিব অনুপ ওয়াধাওয়ান। অ্যাসোচ্যামের এক অনুষ্ঠানে তিনি বলেন, রফতানির উদ্দেশ্যে পণ্য তৈরির জন্য কর-মুক্ত এই আর্থিক অঞ্চলে ব্যবসার সিংহভাগই তথ্যপ্রযুক্তি ও পেট্রোলিয়ামের দখলে। এমনকী এখনও পর্যন্ত ৫৮৯টি সেজ প্রকল্প সায় পেলেও চালু হয়েছে মাত্র ১৫৩টি। তাই তাঁর আর্জি, সেজ-এ লগ্নি করায় জোর দিক সব শিল্প। প্রসঙ্গত, ২০১১-১২ অর্থবর্ষে সেজ থেকে রফতানির অঙ্ক ছিল ৩.৬৫ লক্ষ কোটি টাকা। লগ্নি হয়েছে ২.০২ কোটি। কর্মসংস্থান হয়েছে ৮.৪৫ লক্ষের বেশি।
|
এপ্রিল-জুন ত্রৈমাসিকে তথ্যপ্রযুক্তি সংস্থা ইয়াহু-র নিট আয় কমেছে ৪.২%। দাঁড়িয়েছে ২২.৮৪ কোটি ডলারে। অন্য দিকে মোট ব্যবসা অবশ্য সামান্য বেড়ে হয়েছে ১০৮ কোটি ডলার। ওই একই সময়ে বজাজ অটোর নিট মুনাফা গত বছরের ৭১১.০৬ কোটি থেকে বেড়ে হয়েছে ৭১৮.৩৯ কোটি টাকা। আর আয়ও ৪,৭০৬.২৯ কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪,৮৬৫.৬৬ কোটি টাকায়। মূলত তিন চাকার গাড়ি বিক্রি কমার কারণেই ব্যবসা এ বার প্রত্যাশার তুলনায় কম হয়েছে বলে জানিয়েছে সংস্থা।
|
ওড়িশার কলিঙ্গনগরে ৫৪০ কোটি টাকায় দু’টি কারখানা গড়বে বিওসি ইন্ডিয়া। এখানে টাটার ইস্পাত প্রকল্পের জন্য বায়ু থেকে অক্সিজেন, নাইট্রোজেন, আর্গন আলাদা করে সরবরাহ করবে তারা। |