|
|
|
|
বিনোদন |
চলচ্চিত্রে নতুন পুরস্কার রাজ্যের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
|
|
সঙ্গীত, সাহিত্যের সঙ্গে সঙ্গে এ বার বাংলা চলচ্চিত্র শিল্পেও পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ২৪ জুলাই, উত্তমকুমারের প্রয়াণ দিবসে সায়েন্স সিটিতে এই পুরস্কার দেবে রাজ্য সরকার।
বুধবার মহাকরণে এই পুরস্কারের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বামেদের কটাক্ষ করে তিনি বলেন, “আগে তো চলচ্চিত্র শিল্পীদের কেউ সম্মান পাননি। এ বারেই প্রথম পুরস্কার দেওয়া হচ্ছে। নবীন-প্রবীণকে মেলাতে হয়েছে। তাই তালিকাও বড়। অনেক নামের মধ্য থেকে আমরা ৪৩ জনকে এ বার পুরস্কারের জন্য বেছে নিয়েছি।”
চলচ্চিত্র শিল্পীদের সম্মান প্রদান নিয়ে তিনি যে রাজনৈতিক বিতর্ক চান না, তা-ও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুরস্কার প্রাপকদের তালিকা মুখ্যমন্ত্রী শুরুই করেন বামপন্থী-ঘনিষ্ঠ শিল্পী বলে পরিচিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাম দিয়ে। তাঁকে এ বার ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ বা সারা জীবনের কাজের জন্য পুরস্কার দেওয়া হবে। একটি প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের ‘আমরা-তোমরা’ নেই। কেউ পছন্দমতো রাজনৈতিক মঞ্চ করতেই পারেন। সেটা তাঁর গণতান্ত্রিক স্বাধীনতা। কিন্তু আগে তা হয়নি। উত্তমকুমারকেই সম্মান দেওয়া হয়নি। তাঁর মরদেহ রবীন্দ্র সদনে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।” ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার দেওয়া হবে সুপ্রিয়া দেবী এবং সাবিত্রী চট্টোপাধ্যায়কেও। মিঠুন চক্রবর্তীকে দেওয়া হচ্ছে ‘মহানায়ক ২০১২’ সম্মান। অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে চলচ্চিত্র জগতের সব ক্ষেত্রের শিল্পীদেরই সম্মান জানাবে সরকার। তাঁদের মধ্যে মাধবী মুখোপাধ্যায়, সন্ধ্যা রায় থেকে গৌতম ঘোষ, রবীন্দ্র জৈন পর্যন্ত অনেকেই আছেন। |
|
|
|
|
|