অলিম্পিকে ভারতীয় দলের পতাকাবাহকের গুরুদায়িত্ব পাওয়ায় কুস্তিগীর সুশীল কুমার নিজেকে গর্বিত মনে করছেন। দিল্লিতে আজ লন্ডন অভিমুখী কুস্তিগীরদের সংবর্ধনা অনুষ্ঠানে অলিম্পিকে ব্রোঞ্জজয়ী সুশীল বলেন, “আমায় গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বের পাশাপাশি গোটা দেশ পদকের জন্য আমার দিকে তাকিয়ে। আজ বলছি, আমার গুরু সতপালকে কথা দিয়েছি যে, লন্ডন অলিম্পিক থেকে খালি হাতে ফিরব না।” পদকের শপথ নিচ্ছেন, কিন্তু পদকের কথা সুশীল মাথায় রাখতে চাইছেন না। বললেন, “এতে নিজের উপর অযথা চাপ বাড়ে। চাপ মুক্ত হয়ে ‘ম্যাটে’ নামলে ফল ভাল হয়। তাই দেশবাসীর শুভেচ্ছা ছাড়া মাথায় অন্য কিছু রাখতে চাই না।” |
নিজের কথার পাশাপাশি সুশীল বললেন, “এ বার যোগেশ্বর দত্তও দুর্দান্ত ফর্মে রয়েছে। এটাই ওর শেষ অলিম্পিক। যে ভাবে খাটছে তাতে বিশ্বের যে কোনও কুস্তিগীরকে হারিয়ে কোনও পদক না জিতলেই অবাক হব। মনে হচ্ছে, লন্ডনে ভারতীয় কুস্তি একটা ভাল সময়ের মধ্য দিয়ে যাবে।” এমনিতে তাঁর মনে হচ্ছে, লন্ডনে ভারতীয় কুস্তিগীরদের প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন রাশিয়া, আমেরিকা, ইউক্রেন এবং জাপান। যুক্তরাষ্ট্রের কোলারাডোতে বিশ্বসেরাদের সঙ্গে ট্রেনিং করে গতকাল দেশে ফিরেছেন সুশীলরা। বললেন, “ওখানকার আবহাওয়া লন্ডনের মতোই। পরশুই বেলারুশ যাচ্ছি টেকনিক্যাল দিকগুলোয় আরও উন্নতি করতে। বেলারুশ থেকে লন্ডন পৌঁছব ইভেন্ট শুরুর দু’দিন আগে।”
|
শাস্তি বাড়ল ছয় অ্যাথলিটের
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায়ে শাস্তি বেড়ে দু’বছরের জন্য নির্বাসিত হলেন ডোপ টেস্টে ধরা পড়া ছয় ভারতীয় অ্যাথলিট। যাঁদের মধ্যে আছেন এশিয়াড ও কমনওয়েলথে সোনাজয়ী অশ্বিনী আকুঞ্জিও। ধরা পড়ার পর অ্যাথলিটরা দাবি করেন, তাঁদের খাদ্যে কোচেরা নিষিদ্ধ বস্তু মেশাতেন সেটা তাঁরা জানতেন না। জাতীয় ডোপ বিরোধী সংস্থা এক বছরের নির্বাসন দেয়। আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ফেডারেশন রায়ের বিরুদ্ধে আদালতে যায়, শাস্তি বাড়াতে। ফেডারেশনের পক্ষেই রায় দিল সুইজারল্যান্ডের আদালত। অশ্বিনী ছাড়া দলে আছেন সিনি জোস, মন্দীপ কউর, প্রিয়ঙ্কা পানওয়ার, জুয়ানা মুর্মু এবং তিয়ানা মেরি টমাস। |