প্রতিবন্ধী এক খেলোয়াড়কে হেনস্থার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। সম্প্রতি ঘটনাটি ঘটে নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায়। দক্ষিণ ভক্তিনগরের বাসিন্দা ওই প্রতিবন্ধী বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ জানিয়েছেন। তাঁর অভিযোগ, দীর্ঘ ১৩ বছর ধরে এনজেপিতে তাঁর একটি পানের দোকান ছিল। তার থেকে যে আয় হত তা দিয়েই সংসার চালাতেন তিনি। গত ৯ জুলাই এক যুবক জোর করে তাঁর দোকান সেখান থেকে সরিয়ে দেন। প্রতিবাদ করলে তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। বাপিবাবু ২০০৭ সালে সাইকেল চালিয়ে নাথু লা পাড়ি দিয়েছিলেন। নিমকা বুক অফ রেকর্ডসে তাঁর নাম রয়েছে। তিনি বলেন, “আমাকে হুমকি দিয়ে দোকান সরিয়ে দেওয়া হয়েছে। প্রতিবাদ করলে হেনস্থা করা হয়। বিষয়টি পুলিশকে জানিয়েছি।” জলপাইগুড়ি সদর সার্কেলের এক পুলিশ কর্তা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
|
দ্বিতীয় সবুজ বিপ্লব প্রকল্পে খড়িবাড়ির ৭০ জন চাষিকে শ্রী পদ্ধতিতে ধান চাষের প্রশিক্ষণ দেওয়া হয়। শ্রী পদ্ধতিতে চাষ গোটা দেশে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠলেও শিলিগুড়ির চাষিদের অনেকেই চাষের পুরানো পদ্ধতি আঁকড়ে রয়েছেন। অথচ এই পদ্ধতিতে কম সার ও জল ব্যবহার করে চাষ করা যায়। একটি করে চারা রোপণ করলেও নির্দিষ্ট দূরত্ব মেনে চাষ করায় উৎপাদনও বাড়ে। ব্লক কৃষি আধিকারিক মেহফুজ আহমেদ জানান, এলাকার ৫০০ হেক্টর কৃষি জমিকে দ্বিতীয় সবুজ বিপ্লব প্রকল্পের আওতায় আনা হয়েছে। প্রশিক্ষণ নেওয়া চাষিরা ওই প্রকল্পের আওতায় তালিকাভুক্ত রয়েছেন। শিবিরে সহকারী কৃষি আধিকারিক সোমনাথ শীল, সোমা সরকার-সহ অন্যান্যরা অংশ নেন।
|
বাগডোগরা কলেজে স্নাতকস্তরে আসন বাড়ানোর দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে স্মারকলিপি দিল তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার তাঁরা স্মারকলিপি দেন। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, স্থানীয় অনেক ছাত্রছাত্রী এখনও কলেজে ভর্তি হতে পারেননি। সে কারণে আসন বাড়ানোর দাবি তোলা হয়েছে।
|
ব্লকের ৪০ জন মৎস্য চাষিকে মাছের চারা বিলি করল নকশালবাড়ি পঞ্চায়েত সমিতি। সোমবার এক অনুষ্ঠানে এলাকার ওই মৎস্য চাষিদের মাথা পিছু ৫ কেজি করে চারা দেওয়া হয়। অনুষ্ঠানে পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ পবন সিদ্ধু, পৃত্থীশ রায় এবং সুনীল ঘোষ উপস্থিত ছিলেন।
|
সোমবার সকালে কালিম্পঙের রাস্তায় ৩১-এ জাতীয় সড়কের রিয়াং ধস নামে। দুপুর পর্যন্ত ওই সড়ক বন্ধ ছিল। বিকেলে রাস্তা খোলার পরে ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচল শুরু হতেই একটি ছোট গাড়ি খাদে উল্টে পড়ে। রেলের ইঞ্জিনিয়র দেবজিৎ বড়গোঁহাই (৫২) ও তাঁর স্ত্রী কস্তুরী (৪৩) দেবীর মৃত্যু হয়। তাঁরা মেয়েকে সিকিমে মণিপাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে ফিরছিলেন। গাড়ির চালককে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রাতে ফের দার্জিলিঙের রাস্তায় রোহিণীতে ছোট মাপের ধস নেমেছে বলে প্রশাসনিক সূত্রের খবর।
|
তিস্তায় এখন লাল সঙ্কেত। তা উপেক্ষা করে তিস্তা রেল সেতুর থেকে দড়ির দোলনায় ঝুলে ভেসে যাওয়া কাঠ সংগ্রহ করা হচ্ছে। রেল সেতুর ওপরে থাকা অন্য লোকজন দড়ি টেনে কাঠ ওপরে তুলছেন। সেই কাঠ সেতুর ওপরে প্রথমে জমা করা হচ্ছে। তার পর কাঠ রেল সেতুর পাশে রেলিং বরাবর সরু পথ বেয়ে পারে আনা হচ্ছে। তিস্তা নদী সংলগ্ন বিবেকানন্দ পল্লি ও লাগোয়া এলাকার বাসিন্দাদের একাংশ এভাবে কাঠ সংগ্রহ করেন। তা তোলার পরে রেল সেতুর উপরে জড়ো করা হচ্ছে। যে কোনও সময়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
|
খয়েরবাড়ি জঙ্গলে ধর্ষণ কাণ্ডে অভিযুক্তকে ধরে পুলিশের হাতে দিলেন বাসিন্দারা। সোমবার ঘটনাটি ঘটে ফালাকাটার সাতপুকুরিয়ায়। ধৃতের নাম নবকুমার সরকার। বাড়ি সাতপুকুরিয়া গ্রামে। ২৯ জুন হবু স্বামীর সঙ্গে খয়েরবাড়ি পুনর্বাসন কেন্দ্রে গিয়ে গণধর্ষিতা হন যুবতী। ৫ জনের নামে অভিযোগ জমার পর ৪ জনকে পুলিশ ধরে। |