বামেদের ‘আইন অমান্যে’ সাড়া উত্তর থেকে দক্ষিণে
নিজস্ব প্রতিবেদন |
পঞ্চায়েত নির্বাচনের আগে ‘ঘুরে দাঁড়াতে’ ফের বিভিন্ন কর্মসূচি নিয়ে রাস্তায় নামছে বামফ্রন্ট। তারই অঙ্গ হিসেবে সোমবার রাজ্য জুড়ে ‘আইন অমান্য’ কর্মসূচি পালন করা হয়। বেশ কিছু জায়গায় জমায়েত ছিল চোখে পড়ার মতো। বামফ্রন্টের তরফে এ দিন দ্রব্যমূল্য বৃদ্ধি, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নেতা-কর্মীদের আক্রমণের অভিযোগ তোলা হয়েছে। খাদ্য নিরাপত্তা-সহ নানা দাবিও ছিল কর্মসূচির অন্তর্গত। তবে বর্ষার কারণে কিছু জায়গায় কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়। শিলিগুড়িতে বন্যা পরিস্থিতির কারণে উত্তরবঙ্গের কেন্দ্রীয় জমায়েত আপাতত স্থগিত রাখা হয়েছে। আবার পশ্চিম মেদিনীপুরের মতো কোনও কোনও জেলায় আজ, মঙ্গলবার এই কর্মসূচি পালিত হবে। বিধানসভা নির্বাচনের পর থেকেই একদা ‘লালদুর্গ’ বর্ধমানে বামেরা কোণঠাসা। কিন্তু বিজয় তোরণে এ দিন লালঝান্ডার ভিড় ছিল চোখে পড়ার মতো। অতিরিক্ত জেলাশাসক সরোদ দ্বিবেদী জানান, ৩০ হাজার লোককে গ্রেফতার করে ছেড়ে দেওয়া হয়েছে। বাঁকুড়া সদর, বীরভূমের বোলপুরেও ভাল জমায়েত হয়েছে। দীর্ঘ মিছিল বের হয় রামপুরহাটে। দুর্যোগের আশঙ্কায় তড়িঘড়ি কর্মসূচি শেষ করা হয় তমলুকে। বামফ্রন্টের জেলা আহ্বায়ক কানু সাউয়ের অভিযোগ, “মিথ্যা মামলায় আমাদের কর্মীদের ধরা হচ্ছে। লক্ষ্মণ শেঠ জামিন পেয়েছেন। বাকিদের জন্যও আইনি লড়াই চলবে।” শিলিগুড়ির কর্মসূচি স্থগিত হলেও কোচবিহার, রায়গঞ্জ, বালুরঘাটে আইন অমান্য করা হয়। রায়গঞ্জের কর্ণজোড়ায় বাম কর্মী-সমর্থকেরা জেলাশাসকের দফতরে ঢোকার চেষ্টা করেন। বালুরঘাটে বিক্ষোভ-মিছিল হয়। কোচবিহারে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান ফ্রন্টের নেতাকর্মীরা। |
সচিব স্তরে আরও পদ বিসিএসদের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যে ডব্লিউবিসিএস অফিসারদের জন্য নির্ধারিত বিশেষ সচিব ও যুগ্মসচিবের পদের সংখ্যা বাড়িয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এত দিন পশ্চিমবঙ্গ সরকারের ১৮টি বিশেষ সচিব পদ বিসিএস-দের জন্য নির্দিষ্ট ছিল। নতুন নির্দেশে তা আরও সাতটি বাড়িয়ে করা হয়েছে ২৫। বিসিএস-দের জন্য যুগ্মসচিব পদও ১৪৫ থেকে বাড়িয়ে ১৬৫ করা হয়েছে। |