স্থানীয় ছাত্রদের ভর্তি করানোর দাবিতে ক্লাস বয়কট শুরু হয়েছে কাশীপুরের মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে। শনিবার থেকে ছাত্র পরিষদ ও এসএফআই এর নেতৃত্বে ক্লাস বয়কট শুরু হয়েছে। প্রসঙ্গত কলেজের ছাত্র সংসদের দখল রয়েছে এসএফআইয়ের হাতে। কলেজ সূত্রে জানা গিয়েছে, কাশীপুর এলাকার প্রায় দেড়শতাধিক ছাত্রছাত্রী উচ্চমাধ্যমিকের পরে কলেজে প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করার পরেও ভর্তি হতে পারেননি। কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নববিকাশ মণ্ডল ও ছাত্র পরিষদের ইউনিট সম্পাদক সুদীপ দুবে বলেন, “এলাকার প্রায় দেড়শতাধিক ছাত্রছাত্রী আবেদন করার পরেও ভর্তি হতে পারেননি। কলেজ কর্তৃপক্ষের ব্যাখ্যা, প্রথম বর্ষের সমস্ত আসন ভর্তি হয়ে গিয়েছে।”
ওই দুই ছাত্রসংগঠনের নেতাদের দাবি, “এখনও পর্যন্ত শরীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সংরক্ষিত আসনের ১০টি ফাঁকা রয়েছে এবং তপশিলী জাতি সম্প্রদায় ছাত্রদের জন্য সংরক্ষিত আসনের মধ্যে প্রায় ৩০টি ফাঁকা রয়েছে। ওই আসনগুলিকে অসংরক্ষিত করে সাধারণ ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হোক। পাশাপাশি প্রথম বর্ষে আসন সংখ্যা বাড়ানোর ব্যবস্থা করুক কলেজ কর্তৃপক্ষ।”
ছাত্রসংসদের সাধারণ সম্পাদক ও ছাত্র পরিষদের ইউনিট সম্পাদক জানান, স্থানীয় ছাত্রদের ভর্তির ব্যবস্থা করার জন্য কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস না পেয়ে তাঁরা প্রথম বর্ষের ক্লাস বয়কট করেছেন। তবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, পরিকাঠামোগত ও শিক্ষকের সমস্যা থাকায় প্রথম বর্ষে আসন সংখ্যা বাড়ানো নিয়ে সমস্যা রয়েছে এবং এ ক্ষেত্রে কলেজ পরিচালন সমিতির সভায় আলোচনা না করে সিদ্ধান্ত নেওয়া যায় না। কলেজ পরিচালন সমিতির বৈঠক ডাকা হচ্ছে বলে কলেজ সূত্রের খবর। |