প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় তড়িঘড়ি করে আইন-অমান্য কর্মসূচি শেষ করে দিল পূর্ব মেদিনীপুর জেলা বামফ্রন্ট। সোমবার বেলা সাড়ে ৩টে নাগাদ কর্মসূচি যখন সমাপ্তপ্রায়, তখনও জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী-সমর্থকেরা আসছেন তমলুকে, কর্মসূচিস্থলে। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নিরঞ্জন সিহির বক্তব্য, “ঝড়-বৃষ্টির আশঙ্কাতেই তড়িঘড়ি করে কমর্সূচি শেষ করে দেওয়া হয়েছে এ দিন।” |
দ্রব্যমূল্য বৃদ্ধি, তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে এ দিন আইন-অমান্য কর্মসূচি নিয়েছিল বামফ্রন্ট। দু’টো থেকে তিনটের মধ্যে জমায়েত শেষ করে সভা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বেলা আড়াইটে নাগাদ তমলুকের হাসপাতাল মোড়ে তড়িঘড়ি সভা শুরু হয়ে যায়। বামফ্রন্টের জেলা আহ্বায়ক কানু সাউ বলেন, “তৃণমূল সর্বত্র সন্ত্রাস চালাচ্ছে। সম্প্রতি পুরভোটেও হুমকি-অপহরণ করে ভয় দেখিয়েছে তৃণমূল। তা সত্ত্বেও হলদিয়ার মানুষ আমাদেরই পাশে দাঁড়িয়েছেন। জেলার সর্বত্র তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে আমাদের।” তিনি আরও বলেন, “মিথ্যা মামলা সাজিয়ে আমাদের কমরেডদের গ্রেফতার করা হয়েছিল। লক্ষ্মণ ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন। বাকিদের জন্যও আইনি লড়াই চলবে।” সিপিআইয়ের নিরঞ্জন ঘড়া, আরএসপি-র অমৃত মাইতি, ফরওয়ার্ড ব্লকের বিশ্বনাথ সিংহ-সহ জেলা নেতৃত্ব সংক্ষিপ্ত ভাষণ দিয়ে আধ ঘণ্টার মধ্যেই সভা শেষ করে দেন। এর পর নেতা-কর্মী-সমর্থকেরা মিছিল করে জেলাশাসকের দফতরে যান। সেখানে পুলিশ ব্যারিকেড করে তাঁদের আটকে দেয়। গ্রেফতার করা হয় ৯১৬ জনকে। পরে অবশ্য সকলকেই ছেড়ে দেওয়া হয়। কর্মসূচিতে যোগ দিতে পাঁশকুড়া থেকে সমর্থক বোঝাই ম্যাটাডোর তখনও ঢুকছে তমলুকে। |