কিরণ মোরের পর ভারতের প্রথম বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক কপিল দেবের সঙ্গেও যাবতীয় সমস্যা মিটিয়ে ফেলতে চাইছে ভারতীয় বোর্ড। মোরের সঙ্গে যেমন বিরোধ মিটিয়ে ফেলা হয়েছে, কপিলের ক্ষেত্রেও একই জিনিস হতে চলেছে। যা খবর, বোর্ড প্রেসিডেন্ট এন শ্রীনিবাসন চাইছেন পুরোনো বিতর্ক ভুলে কপিলকে বোর্ডের কাজকর্মের সঙ্গে ফের যুক্ত করতে। কপিল নিজেও রাজি। চিঠি লিখে সেটা বোর্ডকে জানাচ্ছেনও।
সোমবার দিল্লিতে বোর্ডের ওয়ার্কিং কমিটির বৈঠকে সদস্যদের এই কথা জানান শ্রীনিবাসন। কপিলের সঙ্গে বোর্ডের বিরোধ আজকের নয়। মাঝে পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, বিদ্রোহী আইসিএলের চেয়ারম্যান পদে যোগ দিয়েছিলেন কপিল। বোর্ডও বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ককে এত দিন ব্রাত্য করে রেখেছিল। মাঝে মধ্যে কিছু অনুষ্ঠানে ডাকা ছাড়া। কিন্তু এ দিন বোর্ড প্রেসিডেন্ট সদস্যদের জানান, কপিলের সঙ্গে তাঁর কথা হয়েছে। কপিল নিজেও পুরোনো ঝামেলা মিটিয়ে ফেলতে আগ্রহী। কিন্তু প্রশ্ন হচ্ছে, বোর্ডকে চিঠিতে কী লিখবেন কপিল? নিঃশর্ত ক্ষমা চাইতে হবে তাঁকে? এক বোর্ড কর্তা জানাচ্ছেন, কপিলের মতো বিশাল মাপের ক্রিকেটার ক্ষমা চাইছেন, সেটা ভাল দেখাবে না। কিন্তু একই সঙ্গে বোর্ডের সম্মানও যাতে থাকে, সেটাও দেখতে হবে। সমস্যা মিটলে বোর্ডের তরফ থেকে এককালীন এক কোটি টাকা পাবেন কপিল। একই সঙ্গে পেনশনও চালু হয়ে যাবে। এত দিনে তাঁর যাবতীয় প্রাপ্যও তখন দিয়ে দেবে বোর্ড।
একই সঙ্গে গত ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া সফরে ধোনিদের জোড়া বিপর্যয় নিয়ে জাতীয় দলের কোচ ডানকান ফ্লেচারের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন শ্রীনিবাসন। আজ, মঙ্গলবার ভারতীয় দল শ্রীলঙ্কা সফরের জন্য উড়ে যাওয়ার আগে ফ্লেচারের সঙ্গে বোর্ড প্রেসিডেন্টের বৈঠক। ফ্লেচারের কাছে ওই দুই সফরে বিপর্যয়ের কারণ জানতে চাওয়া হবে। পাশাপাশি জিজ্ঞেস করা হবে, এই ধ্বংসস্তুপ থেকে ফিরে আসার উপায় কী। গত ওয়ার্কিং কমিটিতে এই প্রশ্ন তুলেছিলেন কর্নাটক ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট অনিল কুম্বলে। এ দিনও তিনি জানতে চান, ফ্লেচারকে কিছু জিজ্ঞেস করা হয়েছে কি না? এ দিকে রঞ্জি ট্রফি থেকে এলিট-প্লেট-রে বিভাজন তুলে দেওয়া সহ সৌরভ যা যা প্রস্তাব দিয়েছিলেন, তা প্রায় সবই এ দিন পাশ হয়ে যায়। একই সঙ্গে জানানো হয়, বোর্ড দেশের তিন জায়গায় স্পেশ্যালাইজড অ্যাকাডেমি খুলছে। চেন্নাই, মুম্বই ও মোহালিতে। বাংলা থাকছে চেন্নাইয়ের অ্যাকাডেমির আওতায়।
|