অলিম্পিক টেনিস দল ঘিরে অশান্তি মিটতে না মিটতেই ভারতীয় টেনিসের আকাশে আবার কালো মেঘ দেখা দিতে পারে দলের নন প্লেয়িং ক্যাপ্টেনের এক মন্তব্যের জেরে। আজ সংবাদসংস্থাকে এসপি মিশ্র বলেন, “অলিম্পিকে টেনিসে আমাদের পদক জেতার বাস্তবোচিত সুযোগ আছে মিক্সড ডাবলসেই। তবে তার জন্য লিয়েন্ডারকে ওর পছন্দের ডান কোর্ট ছেড়ে দেওয়া উচিত সানিয়ার। সে ক্ষেত্রে সানিয়া ওর দুর্দান্ত গ্রাউন্ড স্ট্রোককে অস্ত্র করে বাঁ-কোর্টে খেলুক।”
মুশকিল হল, লিয়েন্ডার -সানিয়া দু’জনেই ডান কোর্টের প্লেয়ার। দু’জনেরই অস্ত্র ফোরহ্যান্ড শট। ফলে অলিম্পিকে মিক্সড ডাবলসে যিনি বাঁ কোর্টে খেলতে বাধ্য হবেন, তাঁর কার্যকারিতা খানিকটা কমতে বাধ্য। লিয়েন্ডার-সানিয়া জুটি শেষ খেলেছে ২০১০ দিল্লি কমনওয়েলথ গেমসে। সেখানে সানিয়া বাঁ কোর্টে খেলেন আর মিক্সড ডাবলসে ভারতীয় জুটি কোয়ার্টার ফাইনালেই হেরেছিল। যে কারণে এ বার অনেকে মনে করছেন, দু’জনের মধ্যে তুলনায় বেশি অভিজ্ঞ লিয়েন্ডার অ্যাডভান্টেজ কোর্টে খেললে অলিম্পিকে ভারতের ফল ভাল হবে।
ভারতীয় টেনিস দলের নন প্লেয়িং ক্যাপ্টেন এস পি মিশ্র নিজেও ব্যাখ্যা দিয়েছেন, “ডাবলসে বেশির ভাগ বিগ পয়েন্টের ফয়সালা হয় বাঁ দিকের কোর্টে। আর অ্যাডভান্টেজ কোর্টে সবচেয়ে বেশি দরকার ভাল রিটার্ন আর ভলি-র।” তার জন্য দলনেতার বাজি সানিয়ার ‘জমাট গ্রাউন্ডস্ট্রোক’। “সে জন্য সানিয়ার বাঁ দিকের কোর্টে খেলা উচিত। ওর উচিত লিয়েন্ডারকে সাহায্য করা। আমি কখনও লিয়েন্ডারকে ডিউস কোর্ট ছাড়া ডাবলসে খেলতে দেখিনি। ডান কোর্টেই ওর যাবতীয় শক্তি,” বলেন তিনি।
তবে ভারতীয় টেনিসমহলের অনেকের আশঙ্কা এই নিয়ে লন্ডনে লি-সানিয়ার মধ্যে মতবিরোধ হতে পারে। এমনিতেই মহেশের সঙ্গে সানিয়া অলিম্পিকে খেলতে চেয়েছিলেন, নিজে পছন্দের ডান কোর্টে খেলতে পারবেন বলে। কারণ মহেশ বরাবর বাঁ কোর্টের প্লেয়ার। এখন দেখার ২৩ জুলাই লন্ডনে টেনিস দল একত্র হওয়ার পরে কী দাঁড়ায়। সানিয়া এ সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় ডাবলস খেলছেন বেথানি মাটেককে নিয়ে। মহেশ-বোপান্না জুটি হামবুর্গে শীর্ষ বাছাই। লিয়েন্ডার ওয়ার্ল্ড টিম টেনিসে খেলতে ব্যস্ত। মজার ব্যাপার, এগুলো কোনওটাই ঘাসের কোর্টের টুর্নামেন্ট নয়। অথচ অলিম্পিকে টেনিস উইম্বলডনের ঘাসের কোর্টে হবে। কিন্তু তার আগের সপ্তাহেও মহেশরা ক্লে-তে, লি-সানিয়ারা পড়ে রয়েছেন হার্ডকোর্টে! এবং এআইটিএ নিশ্চুপ!
|
আজ নিঃশব্দে, একা লন্ডন যাত্রা জয়দীপের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আজ, প্রায় নিঃশব্দেই অলিম্পিকে অংশ নিতে যাচ্ছেন বাংলার জয়দীপ কর্মকার। সোমবার কাকভোরে তিনি কলকাতা থেকে দিল্লি যান। সেখানে কিট জোগাড় করে আজ সকালে রওনা হচ্ছেন লন্ডন, মিউনিখ হয়ে। বাংলার আর এক নতুন অলিম্পিয়ান রাহুল বন্দ্যোপাধ্যায় টিমের সঙ্গে গেছেন লন্ডন। টিটির সৌম্যজিৎ ঘোষ, অঙ্কিতা দাসরা ক’দিন পরে যাচ্ছেন দল বেঁধে। জয়দীপ কিন্তু যাচ্ছেন একা। শ্যুটাররা সবাই আলাদা আলাদাই গেলেন বলে।
দিল্লি থেকে ফোনে জয়দীপ বললেন, “আমি আমার সেরাটা দিতে চাই। তার পরে যা হওয়ার হবে।” তিনি তখনও জানেন না, তাঁর সঙ্গে কেউ যাবে কি না। প্রসঙ্গত, এ বার বাংলার অলিম্পিয়ানদের মধ্যে লিয়েন্ডার পেজ, রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জয়দীপের নামও সম্ভাব্য পদক জয়ীদের মধ্যে রয়েছে। |