টুকরো খবর
মদ খেয়ে স্কুলে, বহিষ্কারেরই মুখে পাঁচ ছাত্র
পাঁচ ছাত্রের মুখে মদের গন্ধ এবং তাদের কারও কারও ব্যাগে মদের বোতল ছিল বলে অভিযোগ করেছিলেন শিক্ষকেরা। সেই ঘটনায় ওই পাঁচ ছাত্রকে সাময়িক অথবা স্থায়ী ভাবে স্কুল থেকে বহিষ্কার করা হতে পারে। সোমবার স্কুলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে ওই পড়ুয়াদের ‘কঠিন শাস্তি’ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গত শুক্রবার দক্ষিণ কলকাতার একটি স্কুলের নবম শ্রেণির পাঁচ ছাত্রের বিরুদ্ধে মদ খেয়ে ক্লাসে আসার অভিযোগ ওঠে। তাদের কয়েক জনের ব্যাগে মদের বোতলও পাওয়া যায়। পাঁচ ছাত্রকেই বাড়ি পাঠিয়ে দেন স্কুল-কর্তৃপক্ষ। সোমবার অভিভাবক-সহ তাদের স্কুলে ডাকা হয়েছিল। স্কুল-কর্তৃপক্ষ জানান, ছেলেরা যে সে-দিন মদ খেয়ে ক্লাসে এসেছিল, তা স্বীকার করেছেন অভিভাবকেরা। প্রধান শিক্ষক গোপালচন্দ্র নন্দী বলেন, “শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ওই ছাত্রদের কঠোর শাস্তি দেওয়া হবে।” স্কুল সূত্রের খবর, ওই ছাত্রদের সাময়িক বা স্থায়ী ভাবে বহিষ্কার করা হতে পারে। শীঘ্রই পরিচালন সমিতির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বার খাতা দেখা বয়কট
ক্লাস নেবেন, পরীক্ষার কাজও করবেন। কিন্তু পরীক্ষার খাতা তাঁরা দেখবেন না বলে জানালেন কলেজ-বিশ্ববিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষক-শিক্ষিকারা। সোমবার বৈঠক করে তাঁদের দাবিদাওয়া নিয়ে আলোচনার প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাই কর্মবিরতি স্থগিত রেখেছিল ওই শিক্ষক-শিক্ষিকাদের সংগঠন কলেজ ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (কুটাব)। কিন্তু সংগঠনের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ জানান, প্রতিশ্রুতি দিলেও এ দিন তাঁদের সঙ্গে বৈঠকে বসেননি শিক্ষামন্ত্রী। মন্ত্রী যে এ দিন বৈঠকে বসতে পারছেন না, সে-কথা অবশ্য সকালেই ‘কুটাবের’ সদস্যদের জানিয়ে দেওয়া হয়েছিল বলে শিক্ষা দফতর সূত্রের খবর। কিন্তু শিক্ষামন্ত্রী এ ভাবে তাঁদের ‘বঞ্চিত’ করেছেন বলে অভিযোগ ‘কুটাবের’। সেই কারণে তাঁরা পরীক্ষার খাতা না-দেখার সিদ্ধান্ত নিয়েছেন বলে সংগঠনের নেতারা জানান। শিক্ষামন্ত্রী জানান, অন্যান্য জরুরি কাজের জন্য এ দিন তিনি ওই শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে দেখা করতে পারেননি। তবে শীঘ্রই তাঁদের সঙ্গে বৈঠকে বসবেন। জানুয়ারি থেকে তাঁরা বেতন পাচ্ছেন না বলে অভিযোগ জানিয়ে আন্দোলন শুরু করেছেন ‘কুটাবের’ সদস্যেরা।

ফের বিভ্রাট মেট্রোয়
ফের ব্যস্ত সময়ে মেট্রো ভোগাল যাত্রীদের। মেট্রো সূত্রে খবর, সোমবার সকাল ১০টা ৫৪ মিনিটে মহাত্মা গাঁধী রোডে কবি সুভাষমুখী ট্রেনটি হঠাৎ দাঁড়িয়ে পড়ে। ফলে দমদম-কবি সুভাষ পর্যন্ত ট্রেন চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে। মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ বলেন, “এসি রেকটির চাকায় ব্রেক আটকে সমস্যা হয়।” মেট্রো কর্তৃপক্ষ জানান, সাড়ে ১১টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয়। যাত্রীদের অভিযোগ, দুপুর পর্যন্ত সমস্যা ছিল। দমদমে কারশেডটি কারখানায় রূপান্তরিত হলেও কেন মেট্রোর রক্ষণাবেক্ষণের সমস্যা মিটছে না, তা নিয়ে এ বার প্রশ্ন উঠেছে। ওই কারখানার উদ্বোধনে রেলমন্ত্রী বলেছিলেন, ১০টি করে পুরনো রেক নিয়ে তার খোলনলচে বদলানো হবে। তার পরে প্রায় এক মাস কাটলেও কাজ এগোয়নি বলেই অভিযোগ।

বিভাগীয় তদন্ত শুরু
এক প্রতিবন্ধী যুবক এবং তাঁর মাকে থানা থেকে ডায়েরি না নিয়ে ফিরিয়ে দেওয়ার ঘটনার বিভাগীয় তদন্ত শুরু করছে প্রশাসন। ঘটনাটি জানিয়ে রাজ্য পুলিশের ডিজি-কে রিপোর্ট পাঠাচ্ছেন ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার। তবে ছিনতাইকারী বা পুলিশ স্টিকার লাগানো বাইকটির হদিস মেলেনি। এ দিন সৃজিতের মোবাইলের সিমকার্ড লক করা হয়েছে। পুলিশ জানায়, ব্যাঙ্কে যোগাযোগ করে জানা গিয়েছে, খোয়া যাওয়া এটিএম কার্ডটি ব্যবহার হয়নি। ব্যারাকপুরের কমিশনার সঞ্জয় সিংহ বলেন, “অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

গ্যাস প্লান্টে বিস্ফোরণ
গ্যাস প্লান্টে বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়াল মধ্য কলকাতার সেন্ট জোসেফ’স কলেজে। সোমবার সকালের ঘটনা। স্কুল সূত্রে খবর, ওই বিস্ফোরণে প্লান্টের দরজা উড়ে যায়। তখন প্রায় ১৩০০ পড়ুয়া ছিল। কেউ আহত হয়নি। স্কুলের তরফে ব্রাদার ক্রিস্টোফার বলেন, “আতঙ্কিত পড়ুয়াদের বার করে আনা হয়। পরে সিইএসসি-র কর্মীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন।” বিস্ফোরণের কারণ নিয়ে ধন্দে স্কুল কর্তৃপক্ষ।

রেলপুলিশের প্রশিক্ষণ
অপরাধীদের চেহারার বর্ণনা শুনে কম্পিউটারে তাদের মুখের ছবি আঁকার প্রশিক্ষণ নিচ্ছে হাওড়া রেলপুলিশ। সোমবার থেকে ৬ দিন এই প্রশিক্ষণ দেওয়া হবে জিআরপির পুলিশ লাইনে। এত দিন এর জন্য আরপিএফ বা সিআইডির সাহায্য নিতে হত। হাওড়া রেলপুলিশের দাবি, ভারতে এই প্রথম ‘থ্রিডি পোর্ট্রেট বিল্ডিং’ প্রশিক্ষণ শুরু করেছে তারাই। হাওড়া রেলপুলিশের আওতায় থাকা ১৩টি জিআরপি থানার ১৮ জন অফিসারকে এই প্রশিক্ষণ দিচ্ছেন গোয়েন্দা-শিল্পী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। রেলপুলিশ সুপার বলেন, “রেলে অপরাধ বাড়ছে। তদন্তের স্বার্থে ছবি আঁকার এই প্রশিক্ষণ খুবই জরুরি।”

ধর্ষণের অভিযোগ
‘রেভ পার্টি’ চক্রে সন্দেহভাজন এক শিল্পপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানালেন এক এফএম সঞ্চালিকা। পুলিশ জেনেছে, অভিযোগকারিণীও ‘রেভ পার্টি’র নিয়মিত সদস্য ছিলেন। পুলিশ জানায়, গত ১০ জুন ওই সঞ্চালিকা শেক্সপিয়র সরণি থানায় একটি ধর্ষণের অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রের খবর, মাদক চক্রে ধৃত প্রত্যুষ চৌধুরী ও রাজীব মোহতার সঙ্গে এই শিল্পপতির ঘনিষ্ঠতা রয়েছে।

দুর্ঘটনায় মৃত্যু
বাসের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। পুলিশ জানায়, সোমবার বিকেল চারটে নাগাদ পার্ক স্ট্রিট উড়ালপুলের ময়দান প্রান্তে ২৫৭ রুটের একটি বাস ওই মহিলাকে ধাক্কা মারে। এসএসকেএম হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। রাত পর্যন্ত মহিলার পরিচয় জানা যায়নি।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.