কলকাতা থেকে সস্তায় বিমান টিকিট
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলকাতা থেকে সস্তায় বিমান টিকিট বিক্রির কথা ঘোষণা করল দুবাই ভিত্তিক বিমান সংস্থা এমিরেটস। পূর্ব ভারতে সংস্থাটির বিপণন ম্যানেজার গীতিকা শেঠ জানিয়েছেন, বর্ষার কথা ভেবেই ১৫ শতাংশ কমিয়ে দেওয়া হচ্ছে টিকিটের দাম। কলকাতা থেকে দুবাই যাতায়াতের টিকিট পাওয়া যাচ্ছে ২৩,৭৮০ টাকায়। লন্ডন, প্যারিস ও নিউ ইয়র্কের ভাড়া ধরা হয়েছে যথাক্রমে ৪৬,০৭০, ৩৮,৫৫০ এবং ৬৬,০৩০ টাকা। এর মধ্যে করও অন্তর্ভুক্ত। শেঠ জানিয়েছেন, এই সুযোগ পেতে গেলে ২৩ জুলাইয়ের মধ্যে টিকিট কাটতে হবে এবং ৩০ নভেম্বরের মধ্যে সেই টিকিটে ভারত থেকে যাত্রা করতে হবে। |
প্রাকৃতিক তন্তু থেকে হস্তশিল্প সামগ্রী
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্রাকৃতিক তন্তু ব্যবহার করে হস্তশিল্প সামগ্রী তৈরি এবং তা বিক্রিতে উদ্যোগী হল রাজ্য সরকার। রাজ্যের ক্ষুদ্র, কুটির এবং বস্ত্রশিল্প দফতর ১১টি অনুন্নত, পিছিয়ে পড়া জেলায় আয় বাড়াতে এই প্রকল্প হাতে নিয়েছে। নাম দেওয়া হয়েছে ‘ন্যাচারাল ফাইবার মিশন’। দেশের অনুন্নত এলাকা উন্নয়নে কেন্দ্রের তহবিল থেকে প্রকল্পের টাকা মিলবে। রাজ্যের ক্ষুদ্র, কুটির এবং বস্ত্রশিল্প দফতরের মন্ত্রী মানস ভুঁইয়া সম্প্রতি মহাকরণে জানান, কেন্দ্রীয় তহবিল থেকে ৩১৯ কোটি টাকা পাওয়া যাবে। প্রকল্পের জন্য খরচ হবে ২৫৭ কোটি টাকা। বাকি টাকা চারটি গ্রামীণ হাট এবং একটি ‘টেক্সটাইল হাব’ তৈরিতে খরচ হবে। মন্ত্রী জানান, পাট, বাঁশ, নারকেল ছোবড়া, সাবাই ঘাস, তুলো, রেশম থেকে প্রাকৃতিক তন্তু তৈরি হবে। এই সব তন্তু থেকে তৈরি সামগ্রী দেশের এবং বিদেশের বাজারে বিক্রির ব্যবস্থা করতে সরকার উদ্যোগী হবে। |
দাম বাড়ল বিমান জ্বালানির |
৩ মাস পর বিমান জ্বালানির দাম ১.৭% বাড়াল তেল সংস্থাগুলি। বিশ্ব বাজারে অশোধিত তেলের দর বাড়ায় এই সিদ্ধান্ত। নয়াদিল্লির দাম কিলোলিটারে ১,০৩৯.১০ টাকা বেড়ে হল ৬২,২০৮.১৮। |