টেমসের তীরে পদকের সন্ধানে
বিশ্বসেরাদের সমান ছুড়ছেন কৃষ্ণা-বিকাশ
ন্ডন অলিম্পিকে ভারতের আ্যাথলিটদের মধ্যে দুই ডিসকাস থ্রোয়ার কৃষ্ণা পুনিয়া ও বিকাশ গৌড়ার পদক জেতার ভাল রকমের সম্ভাবনা আছে।
২০১০ কমনওয়েলথ গেমসে কৃষ্ণা সোনা জেতার পর অলিম্পিকে তাঁর পদক জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে। লন্ডনের জন্য বর্তমানে কৃষ্ণা আমেরিকায় প্রস্তুতি নিচ্ছেন। তাঁর সেরা ছোড়া হল ৬৪.৭৬ মিটার। চার বছর আগে বেজিং অলিম্পিকে মেয়েদের ডিসকাসে আমেরিকার স্টেফানি ব্রাউন-ট্র্যাফটন সোনা জিতেছিলেন ৬৪.৭৪ মিটার ছুড়ে।
বিশ্বের সেরারা লন্ডনে উপস্থিত থাকলেও কৃষ্ণা তাঁদের ভয় পাচ্ছেন না। আমেরিকা থেকে আনন্দবাজারকে তিনি বললেন “গত এক বছর ধরে আমার ধ্যান-জ্ঞান সব কিছুই লন্ডন অলিম্পিককে ঘিরে। আমেরিকায় আমি যে কয়েকটা টুর্নামেন্টে নেমেছি তাতে যথেষ্ট ভাল ফল করেছি। কাউকেই ভয় করছি না। আশা করি সেরাটা অলিম্পিকে দিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে পারব।”
কৃষ্ণা পুনিয়া: কমনওয়েলথ সোনার হাসি কি অলিম্পিকেও দেখা যাবে।
বেজিংয়ের সোনাজয়ীর ‘থ্রো’ থেকে মাত্র ০.০২ মিটার দূরে আছেন কৃষ্ণা। স্বামী বীরেন্দ্র-র সঙ্গে আমেরিকায় নিবিড় অনুশীলনের ফাঁকে ফোনে আরও বললেন “আমার লক্ষ্য লন্ডনের স্টেডিয়ামে নামার আগে ৬৫ মিটার টার্গেট ছাড়িয়ে যাওয়া। অলিম্পিক নিয়ে বহু দিন আগে থেকেই আমি আর আমার স্বামী ঠিক করে রেখেছি কী ভাবে ধাপে ধাপে ঠিক সময়ে পিক-ফর্মে পৌঁছব। সেই হিসেবে আমি টার্গেটের কাছাকাছি পৌঁছে গেছি।” আন্তরিক ভাবে বললেন, “আমার স্বামীই আমার এত দূর পৌঁছনোর রহস্য। ওর নির্দেশেই কঠোর অনুশীলনে এতই ব্যস্ত থাকি যে, আমার দশ বছরের ছেলের সঙ্গেও বছরের পর বছর দেখা করে উঠতে পারি না।”

বিশেষজ্ঞের রায়
“ডিসকাসে কৃষ্ণা পুনিয়ার উপর আমার কিছুটা আশা আছে। ও ব্রোঞ্জ জিতলেও জিততে পারে। তবে এ বারও অলিম্পিকে ভারতের অ্যাথলেটিক্সে সোনা জেতাটা অলৌকিক হবে। ”
মিলখা সিংহ

কৃষ্ণাই জানালেন, স্বামী বীরেন্দ্র তাঁকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি এই বলে উদ্বুদ্ধ করেছেন যে, তোমার সব আক্ষেপ মিটে যাবে যখন লন্ডন থেকে পদক জিতে সেটা নিজের ছেলেকে উপহার দেবে। আরও বলেছেন, গত চার বছর ধরে তোমরা ‘কৃষ্ণা ও বিকাশ) বেশির ভাগ সময় আমেরিকায় থেকে বিশ্বের সেরা ডিসকাস থ্রোয়ারদের সঙ্গে পাল্লা দিয়ে চলেছ। এর ফল তোমরা অলিম্পিকে পাবেই।
আরও জানা গেল, বিকাশ গৌড়া সম্প্রতি আমেরিকায় ৬৬.৬৩ মিটার ছুড়ে দ্বিতীয় স্থানে থেকে বেজিং অলিম্পিকে পুরুষদের ডিসকাসে তিন পদকজয়ীর ‘থ্রো’-কেই টপকে গিয়েছেন। তাৎপর্যপূর্ণ তথ্য, কৃষ্ণা পুনিয়ার ব্যক্তিগত কোচ যেমন তাঁর স্বামী বীরেন্দ্র পুনিয়া। বিকাশ গৌড়ার নিজস্ব কোচ তেমনই তাঁর বাবা শিব গৌড়া। তা ছাড়া ভারতীয় অ্যাথলেটিক্স দলের বিদেশি কোচ তো আছেনই। বিকাশের বাবা-কাম-কোচ বলছিলেন “আমার মনে হয় অলিম্পিকে অ্যাথলেটিক্স থেকে এ বার ভারতে পদক আসবেই। এবং সেটা বিকাশ এবং কৃষ্ণার হাত ধরেই। ওরা দু’জন যে ভাবে খাটছে, পদক না এলে সেটাই হবে বড় অঘটন।”

লন্ডন অলিম্পিকের সাতকাহন
লন্ডনই প্রথম শহর যেখানে আধুনিক অলিম্পিকের আসর বসছে তৃতীয় বার।
কবে থেকে শুরু
• ২৭ জুলাই। চলবে ১২ অগস্ট পর্যন্ত।
ক’জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন
• ৩০টি খেলার ৩০০ ইভেন্টে লড়ার জন্য ২০৪ দেশের মোট প্রতিযোগী দশ হাজারের বেশি।
সেরা হওয়ার লড়াই কাদের
• গত অলিম্পিকে বেজিংয়ে সবার সেরা ছিল চিন। তার পর আমেরিকা এবং রাশিয়া। চার নম্বরে ছিল গ্রেট ব্রিটেন। স্বদেশের অলিম্পিকে গ্রেট ব্রিটেন ভাল লড়াই করবে। কিন্তু সবার সেরার লড়াই সেই চিন বনাম আমেরিকা।
ভারতের ক’জন প্রতিযোগী অংশ নিচ্ছেন
• ৮১ জন। এ পর্যন্ত সবচেয়ে বেশি।
গেমস ভিলেজ কত বড়
• ভিলেজে ১৭৩২০টি বেড থাকবে। প্রতি অ্যাথলিটের জন্য ১৭০ স্কোয়ার ফিট জায়গা বরাদ্দ। ৩,৩০০টি অ্যাপার্টমেন্ট থাকছে। প্রতি ঘরে টিভি, ইন্টারনেট থাকছে। ডাইনিং হলে একসঙ্গে ৫৫০০ অ্যাথলিট খেতে পারেন।

ম্যাসকট
• ওয়েনলক এবং ম্যান্ডেভিল। ওয়েনলক নামটি এসেছে ব্রিটেনের স্রপসায়ারের ওই নামেরই ছোট শহর থেকে। যেখানে ১৮৫০ সালে ওয়েনলক অলিম্পিয়ান সোসাইটি আয়োজন করেছিল অলিম্পিকের মতোই একটি প্রতিযোগিতার। আর ম্যান্ডেভিল? স্টোক ম্যান্ডেভিল হসপিটাল ১৮৪৮ সালে আহত ব্রিটিশ সৈনিকদের নিয়ে খেলার আয়োজন করেছিল। ওই প্রতিযোগিতাকেই ধরা হয় প্যারালিম্পিকের অনুপ্রেরণা। ম্যান্ডেভিল তাই এ বারের প্যারালিম্পিক ম্যাসকট।
অলিম্পিকের প্রধান সংগঠক কে
• প্রধান কর্তা অলিম্পিকে দু’বারের সোনাজয়ী ব্রিটেনের কিংবদন্তি দৌড়বীর সেবাস্তিয়ান কো। তাঁর সঙ্গে আছেন লন্ডনের প্রাক্তন মেয়র কেন লিভিংস্টোন।
সেরা আকর্ষণ
• মাইকেল ফেল্পস (সাঁতার) উসেইন বোল্ট (স্প্রিন্ট) ইলিনা ইসিনবায়েভা (পোল ভল্ট) কেনেনিসা বেকেলে (দূরপাল্লার দৌড়) রজার ফেডেরার, রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ (টেনিস)। গিগস, নেইমার (ফুটবল)। রেবেকা অ্যাডলিংটন (সাঁতার)। কোবে ব্রায়ান্ট (বাস্কেটবল), অস্কার পিস্তোরিয়াস (স্প্রিন্ট, রিলে), লিন ডান (ব্যাডমিন্টন), কোহেই উচিমুরা (জিমন্যাস্টিক্স)।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.