নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
ঘন সবুজ জঙ্গল দেখে উচ্ছ্বসিত অষ্টম শ্রেণির পড়ুয়া পূর্ণিমা বর্মন। বন দফতরের পোষা কুনকি হাতি দেখে আনন্দে মেতে উঠেছে পঞ্চম শ্রেণির রিঙ্কি বর্মন, সাগরিকা রায়দের। রবিবার কোচবিহারের একটি পরিবেশ প্রেমী সংস্থার উদ্যোগে জীবনে প্রথমবার বন ও বন্যপ্রাণী দেখে এমনই অভিজ্ঞতা হল পূর্ণিমা, রিঙ্কি, সাগরিকার মত ৩৪ জন শিশু ও কিশোরীর। যারা সকলেই কোচবিহারের একটি নিরাশ্রয়ী নারী ও শিশুসেবা ভবনের আবাসিক। অরণ্য সপ্তাহ উপলক্ষ্যে ওই আবাসিকরা দিনভর ডুয়ার্সের রাজাভাতখাওয়া থেকে বক্সার জঙ্গলে প্রকৃতি পাঠ শিবিরে অংশ নেয়। ওই প্রকৃতি শিবিরের উদ্যোক্তা পরিবেশ প্রেমী সংস্থা সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কোচবিহারের ওই শিশু কিশোরীদের নিয়ে অরণ্য ভ্রমণের মাধ্যমে প্রকৃতি পাঠ শিবিরের যাত্রা শুরু করা হয়। ডুয়ার্সের দমনপুর, রাজাভাতখাওয়া ও লাগোয়া বনাঞ্চল ঘুরে দেখানো হয়। তার মধ্যেই চলতে থাকে হাতিদের যাতায়াতের করিডোর কি করে ক্রমশ সঙ্কুচিত হয়ে পড়ছে, ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর কারণ, বিপন্ন হয়ে পড়া বন্যপ্রাণ থেকে জানা অজানা হরেক পাখির অস্তিত্ব নিয়ে প্রকৃতি পাঠ। দেখানো হয় ডিমা, কালকূট নদী থেকে বক্সার জঙ্গলের চৈতন্য ঝোরাও। নদী দূষণ, নদীয়ালি মাছের সংখ্যা কমে যাওয়া থেকে নদী রক্ষার প্রয়োজনীয়তা নিয়েও চলে সচেতনা মূলক আলোচনা। শেষে চমক বাড়াতে দেখানো হয়েছে বন দফতরের কুনকি হাতিদেরও। সবমিলিয়ে এসব দেখে উচ্ছ্বসিত সকলেই। ওই সংগঠনের সম্পাদক অরুপ গুহ বলেন, “অরণ্যসপ্তাহ মানে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বন ও বন্যপ্রাণকে ভালবাসতে শেখানোও। ওই ভাবনা থেকেই আবাসিকদের নিয়ে ভ্রমণের মাধ্যমে প্রকৃতি পাঠ শিবিরে আয়োজন হয়েছিল। জীবনে প্রথম এমন উদ্যোগে সকলেই সামিল হয়ে অন্য অভিজ্ঞতা পেয়েছেন তাতেই আমরা খুশি।” সেবাভবনের এক কর্মী খগেন্দ্র বর্মন বলেন, “ওঁরা এমন উদ্যোগ না নিলে আবাসিকদের কেউই প্রকৃতিকে এত কাছে থেকে দেখা ও শেখার সুযোগ পেত না। পূর্ণিমা, রিঙ্কিদের কথায়, এত আনন্দ আগে হয়নি। পরিবেশ আর বন্যপ্রাণ রক্ষা কত জরুরি তা জানা হত না।”
|
নিজস্ব সংবাদদাতা • রাজনগর |
প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মিলিত উদ্যোগে রবিবার রাজনগরের তাঁতিপাড়া গ্রামে পালিত হল অরণ্য সপ্তাহ। সহযোগীতায় রাজনগর পঞ্চায়েত সমিতি। এ দিন সকালে প্রথমেই একটি পদযাত্রায় অংশ নেয় স্থানীয় দু’টি প্রথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। পরে চারা গাছ লাগানো হয় ওই দু’টি স্কুল চত্বরে। উদ্যোক্তারা জানিয়েছেন, স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে গাছের চারাও বিলি করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগরের বিডিও প্রভাংশু হালদার, জেলাপরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামসুন্দর দত্ত প্রমুখ।
|
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
অরণ্য সপ্তাহ উপলক্ষে একটি সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে দুর্গাপুরের সেল কো-অপারেটিভ এলাকায় বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হল রবিবার। উপস্থিত ছিলেন মেয়র অপূর্ব মুখোপাধ্যায়। সংস্থার সভাপতি তুষারকান্তি নাগ জানান, এ দিন মোট ১৫টি গাছ লাগানো হয়েছে। প্রথম চারাটি রোপণ করে অনুষ্ঠানের সূচনা করেন মেয়র। |