|
|
|
|
শিশুর দেহ উদ্ধার গোঘাটের দিঘি থেকে |
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
সদ্যোজাত শিশুপুত্রের দেহ মিলল দিঘি থেকে। ঘটনাটি ঘটেছে গোঘাটের গণেশবাটি এলাকার রায়খাঁ গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে নিখোঁজ হয়ে যায় শিশুটি। তার মা বর্ণালী দে পুলিশকে জানিয়েছেন, দেড়টা নাগাদ শৌচালয়ে গিয়েছিলেন তিনি। তাঁর দাবি, ছেলের কান্না শুনে ছুটে এসে দেখেন, ঘরের মধ্যে থেকে শিশুটিকে নিয়ে দৌড়ে বেরিয়ে যাচ্ছে ‘লুঙ্গি পরা’ এক ব্যক্তি। ওই ঘরেরই মেঝেতে শুয়ে ছিলেন বর্ণালীর বাবা-মা। ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে দেখে ওই ব্যক্তির পিছু ধাওয়া করেন বর্ণালী। উঠে পড়েন বাড়ির লোকজনও। তাঁরাও ধাওয়া করেন। কিন্তু কেউ-ই দেখতে পাননি ওই ব্যক্তিকে। |
|
ছবি: মোহন দাস। |
রাতভর খোঁজাখুঁজি চলে এলাকায়। খবর দেওয়া হয় পুলিশকে। রবিবার বেলা সাড়ে ১২টা নাগাদ বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি দিঘিতে ভাসতে দেখা যায় শিশুটির দেহ।
তদন্তে পুলিশ কুকুর আনতে হবে, এই দাবিতে স্থানীয় বাসিন্দারা দীর্ঘ ক্ষণ দেহ উদ্ধার করতে দেননি পুলিশকে। পরে বুঝিয়ে-সুঝিয়ে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। দেহ পাঠানো হয় ময়না-তদন্তের জন্য।
বর্ণালীদেবীর শ্বশুর বাড়ি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার ময়রাকাটা গ্রামে। ওখানকারই একটি নার্সিংহোমে কয়েক দিন আগে তিনি দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দেন। দিন কয়েক বাদে ছেলেকে নিয়ে চলে এসেছিলেন গোঘাটে বাপের বাড়িতে। তাঁর বাবা সুকুমার কুণ্ডু বলেন, “কেন এমন ঘটল, খতিয়ে দেখুক পুলিশ।” ‘পারিবারিক অশান্তি’-র জেরে এমন ঘটনা ঘটেছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। বর্ণালী ও তাঁর স্বামী আশিসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছেন তদন্তকারী অফিসারেরা। |
|
|
|
|
|