এক সময়ে ফুটবলে হাওড়ার দাপট ছিল। এখন তা অনেকটাই কমে এসেছে। এ বার জেলা থেকে নতুন ফুটবলার তুলে আনতে উদ্যোগী হলেন হাওড়ার প্রাক্তন খেলোয়াড়রা। ছোটদের ফুটবল প্রশিক্ষণের জন্য সম্প্রতি হাওড়া কর্পোরেশন স্টেডিয়ামে চালু হল ‘অমিয় বন্দ্যোপাধ্যায় কোচিং সেন্টার’। উদ্বোধন করলেন ‘হাওড়া ভেটারেন্স স্পোর্টস ক্লাব’-এর সভাপতি অশোক চট্টোপাধ্যায়। এ উপলক্ষে প্রদর্শনী ম্যাচও হল।
মোট ৩০ জন খুদে ফুটবলারকে অনাবাসিক এই ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হবে। সাব জুনিয়র কোচিং ক্যাম্পের উদ্বোধন করে অশোকবাবু বলেন, “আমরা উঠে আসার সময়ে আধুনিক সুযোগ-সুবিধা পাইনি। ছোটরা সেই সুযোগ পেলে ভবিষ্যতে ভাল ফুটবলার হয়ে উঠতে পারবে।” |
জেলার ৩৫টি ফুটবল কোচিং ক্যাম্পকে সারা বছর দেখভালের দায়িত্ব নিয়েছে ‘ভেটারেন্স স্পোর্টস ক্লাব’। আন্দুলের ‘নিউলাইট ক্লাব’, বাগনানের ‘ইউনিক ফ্রেন্ডস ক্লাব’, ‘চন্দ্রভাগা কোচিং সেন্টার’, ‘সহযাত্রী’, ‘মাকড়দহ ইউনিয়ন ক্লাব’, ‘সালকিয়া অ্যাথলেটিক ক্লাব’-এর মতো বিভিন্ন কোচিং ক্যাম্পের খুদে ফুটবলারদের হাতে তুলে দেওয়া হল বল ও কিটস।
নতুন কোচিং ক্যাম্পটির সঙ্গে জড়িয়ে আছেন জহর দাস, শঙ্কর সরকার, সুকান্ত লাহা, বিনয় পাঁজা, সুখেন্দু সরকারের মতো প্রাক্তনীরা। মুখ্য কোচ মনোজিৎ দাস বললেন, “হাওড়া থেকে পাঁচ জন ফুটবলে ভারতের অধিনায়ক হয়েছেন। আজ সে অবস্থা নেই। এই ক্যাম্প চালু করে ছোট প্রতিভাদের তুলে আনাই আমাদের লক্ষ্য।”
|
মনোজিতের কথায়: “তিন মাস ধরে বাছাই চলেছে। হাওড়ার বাইরে থেকেও অনূর্ধ্ব ১৫ বছরের কয়েক জন শিক্ষার্থীকে নেওয়ার কথা ভেবেছি। কর্পোরেশন মাঠে সপ্তাহে চার দিন সকালে কোচিং চলবে। শিক্ষার্থীদের কোনও খরচ লাগবে না। বরং ওদের যাতায়াত, কিটস, খাওয়া-খরচ আমরাই বহন করব।”
হাওড়া ভেটারেন্স স্পোর্টস ক্লাবের সচিব প্রাক্তন ফুটবলার হীরালাল দাস বললেন, “আমরা আশাবাদী। হাওড়া পুরসভার মেয়র মাঠ দিয়ে সহায়তা করেছেন। একটি ফাউন্ডেশন আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসায় টাকার অভাব মিটেছে। ভবিষ্যতে অনূর্ধ্ব ১২ বছরের ছেলেদের প্রশিক্ষণ শিবির চালু করার
ইচ্ছে আছে।”
এ উপলক্ষে দু’টি প্রদর্শনী ম্যাচ হয়। প্রথমটিতে হাওড়া ভেটারেন্স স্পোর্টস ক্লাবের খুদেরা ২-১ গোলে হারিয়ে দেয় কলকাতা ভেটারেন্স ক্লাবকে। বিজয়ী দলের পক্ষে গোল করে বিল্লু তেলি ও হীরা মণ্ডল। |
অন্য ম্যাচে হাওড়া মেয়র একাদশ ২-০ গোলে হারায় দেবাঞ্জন সেন ফাউন্ডেশন একাদশকে। ফাউন্ডেশন দলের হয়ে মাঠে নেমেছিলেন ভাইচুং ভুটিয়া, রেনেডি সিংহ, মেহতাব হোসেন, রহিম নবিরা।
মেয়র একাদশের হয়ে খেলতে নামেন সত্যজিৎ চট্টোপাধ্যায়। গোল করেন অমর গঙ্গোপাধ্যায় ও মইদুল মল্লিক। ছিলেন শ্যাম থাপা, জামশেদ নাসিরি, আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় প্রমুখ।
|
সম্প্রতি সাঁতরাগাছি শৈলসাথীর ১৮তম শৃঙ্গ অভিযানে রওনা হল নয় সদস্যের একটি দল। এ বারের অভিযান হিমাচল প্রদেশের কেলং উপত্যকার সনগকডেঙ্ক জোট (৬০৪৫ মি)। সুরজিৎ রায়ের নেতৃত্বে দলে রয়েছেন সোমেশ লাহিড়ী গুরুদাস ঘোষ, বিকাশ বিশ্বাস, মিন্টু কয়াল, অমিতাভ সিংহ প্রমুখ। |