টুকরো খবর
অনাস্থায় হার, পঞ্চায়েত হাতছাড়া সিপিএমের
অনাস্থা ভোটে হেরে গিয়ে পঞ্চায়েত হাতছাড়া হল সিপিএমের। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালি ২ ব্লকের দুর্গামণ্ডপ পঞ্চায়েতে ওই ভোটাভুটি ছিল। কিছুদিন আগে সিপিএম পরিচালিত ওই পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব আনে তৃণমূল। তৃণমূলকে সমর্থন করেছিলেন সিপিএমেরই দুই সদস্য। এ দিন অনাস্থা ভোটে প্রধান হেরে যাওয়ায় পঞ্চায়েতের ক্ষমতা দখল করে তৃণমূল। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েতের মোট আসন ১৪। ২০০৮ সালের নির্বাচনে সিপিএম ৬টি, তৃণমূল ৬টি, সিপিআই ও নির্দল একটি করে আসন পায়। প্রধান নির্বাচিত হন সিপিএমের রামকৃষ্ণ মণ্ডল। উপপ্রধান হন বন্দনা নাইয়া। এ দিন অনাস্থা ভোটে জিতে পঞ্চায়েত দখল করার পরে তৃণমূলের ব্লক সভাপতি ও পঞ্চায়েত সদস্য লক্ষ্মণ অধিকারী বলেন, “প্রদানের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগেই সিপিএমের দুই সদস্য আমাদের দলে যোগ দিয়োছিলেন। প্রধানের বিরুদ্ধে অনাস্থায় ৮ জন সই করেন।” যদিও প্রধান রামকৃষ্ণ মণ্ডল তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

বন্দিকে ছাড়ার দাবি, বিক্ষোভ চাপড়ায়
এক বন্দিকে ছেড়ে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার বিকেলে চাপড়া থানায় বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। চাপড়ার প্রাক্তন সিপিএম বিধায়ক সামশুল ইসলাম মোল্লার অভিযোগ,“ওই দুষ্কৃতীকে যারা থানা থেকে বের করে নিয়ে আসতে গিয়েছিল তারা সবাই তৃণমূল নেতা-কর্মী।” দিনকয়েক আগে পদ্মমালায় দু’দল দুষ্কৃতীর সংঘর্ষে আনোয়ার শেখ নামে এক যুবক মারা যায়। সেই ঘটনায় অভিযুক্ত মজিরুদ্দিন শেখ ওরফে মোজোকে পুলিশ বৃহস্পতিবারই ধরে। জেলা পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, ‘‘মজিরুদ্দিনকে গ্রেফতার করে থানায় আনার কিছুক্ষণ পরেই জনা কয়েক গ্রামবাসী থানায় এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।” অভিযোগ উড়িয়ে দিয়ে জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি কল্লোল খাঁ বলেন, “এর সঙ্গে তৃণমূলের যোগ নেই।”

ডাকাতির আগেই ধৃত ৪
ডাকাতির উদ্দেশ্য জড়ো হওয়া চার ডাকাতকে গ্রেফতার করল পুলিশ। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবরা থানার জয়গাছি এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃতেদর নাম তারকেশ্বর স্বামী, রাজেন্দ্রকুমার প্রসাদ, জয় সিংহ মোদালিয়ান ও পারস মোদালিয়ান। ধৃতদের বাড়ি হুগলির ব্যান্ডেল এলাকায়। তাদের কাছ থেকে একটি দেশি পিস্তল, কার্তুজ, ভোজালি এবং সাইকেলের চেন উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, জেরায় ধৃতেরা জানায়, তারা ডাকাতি করার উদ্দেশ্যেই ওই এলাকায় জনো হয়েছিল।

‘গণধর্ষণ’, ধৃত ১
গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত পিণ্টু পুরকাইতের বাড়ি মন্দিরবাজারের গোকুলনগরে। পুলিশ জানিয়েছে, বুধবার দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানা এলাকায় ওই বধূর বাড়িতে একদল দুষ্কৃতী চড়াও হয়। নগদ টাকা ও গয়না লুঠের পর দুষ্কৃতীরা ওই বধূকে ধর্ষণ করে বলে অভিযোগ। জেলার পুলিশ সুপার প্রবীন ত্রিপাঠি বলেন, “ওই বধূর ডাক্তারি পরীক্ষা করিয়েছি। অভিযুক্তদের এক জনকে ধরা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.