রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরতই থাকবে এসইউসি
রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ না-করারই সিদ্ধান্ত নিল এসইউসি। সারা দেশে এসইউসি-র এক বিধায়ক ও এক সাংসদ রয়েছেন। দু’জনেই পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত। আগামী ১৯ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনে তাঁরা ইউপিএ প্রার্থী প্রণব মুখোপাধ্যায় এবং এনডিএ প্রার্থী পি এ সাংমা কাউকেই ভোট দেবেন না বলে এসইউসি-র কেন্দ্রীয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ বৃহস্পতিবার বলেন, প্রণববাবু এবং সাংমা দু’ জনেই দুই ‘বুর্জোয়া’ শিবিরের প্রতিনিধি। দেশের মেহনতী মানুষের আর্থিক দুর্দশার জন্য কেন্দ্রের ইউপিএ সরকারের যে নীতি দায়ী, প্রণববাবু এত দিন অর্থমন্ত্রী হিসাবে তা-ই অনুশীলন করে এসেছেন। সাংমা যে শিবিরের প্রার্থী, সেই এনডিএ-র আর্থিক নীতি এবং রাজনীতিও ইউপিএ-র থেকে আলাদা নয়। সুতরাং, কমিউনিস্ট দল হিসাবে এসইউসি-র ওই দু’জনের কাউকেই সমর্থন করার যুক্তি নেই। বরং, রাষ্ট্রপতি নির্বাচনে তৃতীয় বিকল্প হিসাবে বাম-গণতান্ত্রিক শিবিরের এক জন প্রার্থী থাকার প্রয়োজন ছিল বলে মনে করে এসইউসি। তা দেওয়া গেল না কেন? প্রভাসবাবুর জবাব, “দেশ জোড়া বাম-গণতান্ত্রিক আন্দোলনের পরিণতিতে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়া যেত। কিন্তু আন্দোলনই তো নেই! আমরা রাজ্যে রাজ্যে লড়লেও গোটা দেশে একক শক্তিতে বাম-গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার মতো সংগঠন এখনও আমাদের নেই। আর বড় বাম দল সিপিএম গত শতকের ছয়ের দশকের মাঝামাঝি থেকে বামপন্থার আদর্শচ্যুত। ফলে প্রার্থী আসবে কী করে?” রাষ্ট্রপতি নির্বাচনে প্রণববাবুকে সিপিএমের সমর্থনের সিদ্ধান্তকে ‘বামপন্থার প্রতি চূড়ান্ত বিশ্বাসঘাতকতা’ বলে অভিহিত করেছেন প্রভাসবাবু। তাঁর মতে, সিপিএম কংগ্রেসকে ধর্মনিরপেক্ষ মনে করলেও ইতিহাস অন্য কথা বলছে। ওই যুক্তিতেও কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করা যায় না।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.