টুকরো খবর
বাস-লরি দুর্ঘটনায় মৃত ২
বালিভর্তি লরির পিছনে বাসের ধাক্কায় দুই গাড়ির চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫ জন যাত্রী। আহতদের কুলপি ব্লক স্বাস্থ্যকেন্দ্র এবং ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মঙ্গলবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে কুলপির ১১৭ নম্বর জাতীয় সড়কের করঞ্জলি দামোদরপুর বাস মোড়ের কাছে। মৃত লরি চালক স্বপন মণ্ডলের (৩১) বাড়ি নামখানার শিবগঞ্জ গ্রামে। বাসচালক কশওয়াচ সিংহ (৪৫) মধ্যপ্রদেশের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, এ দিন ভোর সাড়ে ৪টে নাগাদ কাকদ্বীপের দিকে যাওয়ার সময় বালিভর্তি লরিটির পিছনের চাকা খারাপ হয়ে যায়। স্বপনবাবু লরি থেকে নেমে চাকা সারাচ্ছিলেন। সেই সময় মধ্যপ্রদেশ থেকে গঙ্গাসাগরের দিকে যাওয়া তীর্থযাত্রীদের বাসটি লরির পিছনে ধাক্কা মারে। বাসিন্দারা গাড়ির কাচ ভেঙে বাস চালক, গুরুতর জখম লরি চালক এবং আহত যাত্রীদের উদ্ধার করে কুলপি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা দুই চালককে মৃত ঘোষণা করেন। আহত যাত্রীদের মধ্যে ৫ জনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের ডায়মণ্ড হারবার মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ জানায়, বাসটিতে ৪৯ জন যাত্রী ছিলেন। সকলেরই বাড়ি মধ্যপ্রদেশের মরেনা জেলায়। দু’টি দেহই ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

বিভ্রান্তির চেষ্টা সত্ত্বেও উন্নয়নের কাজ করছেন মমতা, চিরঞ্জিত
উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্মরনিয়ায় ২১ জুলাইয়ের সমর্থনে দলয়ী জনসভায় এসে মঙ্গলবার সিপিএমের উদ্দেশে বিষোদ্গার করলেন বারাসতের তৃণমূল বিধায়ক ও অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। উপস্থিত ছিলেন বসিরহাটের সাংসদ, বসিরহাট উত্তর কেন্দ্রের বিধায়ক এটিএম আবদুল্লা, নারায়ণ গোস্বামী প্রমুখ। সভায় সিপিএমের উদ্দেশে চিরঞ্জিত বলেন, ‘‘বাংলাকে গত ৩৪ বছরে ক্যানসারের মতো কুরে কুরে খেয়েছে সিপিএম। রাতারাতি কিছু হয় না। ৩৪ বছরের পিছিয়ে যাওয়া অবস্থাকে এত তাড়াতানি বদলানো সম্ভব নয়। অসমান জমিকে চাষ করে সোনার ফসল ফলাতে যেমন একটু সময় লাগে, তেমনই আমাদের নেত্রী মমতাদিকে একটু সময় দিন। বাংলাতে আবার সোনার ফসল ফলবে।” সভায় প্রাক্তন আবাসন মন্ত্রী সিপিএমের গৌতম দেবকে কটাক্ষ করে বিধায়ক বলেন, “ওদের একটা লোক আছে যে কেবল চার্লি চ্যাপলিনের মতো হাত-ঘাড় নাড়িয়ে কথা বলেন কেন বুঝি না।” তিনি বলেন, “এখন আমাদের সকলকে মমতাকে সমর্থন করা উচিত। কিছু মানুষ বিভ্রান্তি ছাড়ানোর চেষ্টা করছে। কিন্তু তার মধ্যেও উন্নয়নের কাজ করে চলেছেন মমতা।”

পুর-চেয়ারম্যানকে সংবর্ধনা বনগাঁয়
৮ নম্বর ওয়ার্ডের সারদাপল্লির বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তা এবং নিকাশি নালার। কয়েক মাস আগে এলাকার বাসিন্দারা পুরসভার বর্তমান চেয়ারম্যান তৃণমূলের জ্যোৎস্না আঢ্যর কাছে ফের একই দাবিতে স্মারকলিপি দেন। এর পরই চেয়ারম্যানের উদ্যোগে এলাকায় দ্রুত প্রায় ১০০০ মিটার ঢালাই রাস্তা তৈরি হয়। তৈরি হয় নিকাশি নালাও। খরচ হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি স্থানীয় মানুষ। তারই প্রেক্ষিতে সম্প্রতি পুরসভায় এসে তাঁরা জ্যোৎস্নাদেবীকে সংবর্ধনা দিলেন। জ্যোৎস্নাদেবী বলেন, “ওই এলাকার মানুষ তাঁদের অসুবিধার কথা জানানোয় ব্যবস্থা নিয়েছিলাম। ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজ করা হবে।”

বাবার সঙ্গে ‘সম্পর্ক’, ছেলের ছুরি মহিলাকে
এক মহিলার সঙ্গে বাবার ‘অবৈধ সম্পর্ক’ মেনে নিতে পারেনি কিশোর ছেলে। এই নিয়ে বাড়িতে নিয়মিত অশান্তি হচ্ছিল। শেষ পর্যন্ত ছেলেটি ওই মহিলার বাড়িতে ঢুকে তাঁকে ছুরি নিয়ে আক্রমণ করে বলে অভিযোগ। মঙ্গলবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটে মধ্যমগ্রামের শ্রীনগর এলাকায়। আহত অবস্থায় ওই মহিলাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিশোরকে আটক করেছে পুলিশ। রাতেই দেগঙ্গার মণ্ডলগাঁতিতে বাড়ির পাশের বাগানের আমগাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে তসলিমা খাতুন (১৮) নামে এক তরুণীর দেহ। তাঁর পরিবারের অভিযোগ, প্রেমঘটিত কারণে তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

হাবরায় যুবকের দেহ উদ্ধার
এক যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি হাবরা থানা এলাকার। স্থানীয় একটি পেট্রল পাম্পের পিছন থেকে মঙ্গলবার সকালে দেহটি উদ্ধার হয়। মৃত যুবকের নাম গোপাল সরকার (৩০)। বাড়ি বাণীপুরের ইতনা কলোনী এলাকায়। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ গোপালবাবু ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর আর বাড়ি ফেরেননি। পুলিশ একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.