সাহিত্য পুরস্কার দিল হাসপাতালের পত্রিকা
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
বেলুড় শ্রমজীবী হাসপাতালের সাহিত্য পত্রিকা ‘শ্রমজীবী মন’-এর ‘শর্মিলা ঘোষ সাহিত্য পুরস্কার’ প্রদান করা হল গত ১ জুলাই। ‘শ্রমজীবী মন’ এর বিবেচনায় ২০১১ সালের শ্রেষ্ঠ ছোট গল্পের জন্য এই পুরস্কার পেলেন মিঠু মাইতি। হাসপাতাল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেন জয়া মিত্র। গান, কবিতা পাঠ, সাহিত্য আলোচনায় ভিন্ন মাত্রা পায় অনুষ্ঠান। জয়া মিত্র বলেন, “শ্রমজীবী হাসপাতালের এ ধরনের উদ্যোগ অভিনন্দনযোগ্য। অখ্যাত পত্রিকার অনামী লেখককে সম্মান জানিয়ে তাঁরা সাহসিকতার পরিচয় দিলেন।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলুড় শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা অরুণজিৎ সিংহ, ফণীগোপাল ভট্টাচার্য, অনিল সাহা প্রমুখ। হাসপাতালের তরফে গৌতম সরকার জানান, সাহিত্য পত্রিকা ছাড়াও হাসপাতালের নিজস্ব সাংস্কৃতিক দল রয়েছে।
|
বিধানচন্দ্র রায় স্মরণে অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • বৈদ্যবাটি |
বৈদ্যবাটির ১৬ নম্বর ওয়ার্ড কমিটির পরিচালনায় গত ১ জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন পালন করা হয়। সুরেন্দ্রনাথ বালিকা বিদ্যালয়ে ওই অনুষ্ঠান হয়। উদ্যোক্তারা জানান, অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান। ওই দিন চিকিৎসক দিবস উপলক্ষে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-র শ্রীরামপুর শাখা এবং সুরাঙ্গন অভিজ্ঞানের যৌথ উদ্যোগে স্বাস্থ্যপরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
|
সব পেয়েছির আসরের অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
শ্রীরামপুরের নবারুণ সব পেয়েছির আসর ও মাহেশ দেবদূত সঙ্ঘের সুবর্ণজয়ন্তী উৎসব সম্প্রতি পালিত হল। ওই উপলক্ষে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। হুগলি জেলার বিভিন্ন সব পেয়েছির আসরের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত হয়। |