ট্রেনে এক যাত্রীর কাছ থেকে সোনার গয়না ছিনতাইয়ের অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বসিরহাটের নিমদাঁড়িয়া ষ্টেশনের ঘটনা। ধৃত সামিম গাজির বাড়ি হাসনাবাদের মোহনপুর গ্রামে। তার কাছ থেকে সোনার বালাটি কেনার জন্য পুলিশ রোজিপুর গ্রামের স্বর্ণ ব্যবসায়ী সুনীল নাথকেও গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, দিন কয়েক পর মেয়ের বিয়ে গুলাইচণ্ডী গ্রামের মহম্মদ ইসমাইল সর্দারের। বৃহস্পতিবার তিনি মেয়ের গয়না কিনতে কলকাতায় গিয়েছিলেন। বিকেলে হাসনাবাদ লোকালে ফেরার সময় নিমদাঁড়িয়া ষ্টেশনে ভিড় ঠেলে নেমে দেখেন গয়নার বাক্সটি নেই। ট্রেনের দরজার কাছে ভিড় করে থাকা কয়েকজনকে চিনতে পেরেছিলেন ইসমাইল। তাঁর বর্ণনা অনুযায়ী গ্রামবাসীরা রেজাউল গাজি নামে এক যুবককে ধরে গণধোলাই দেন। রেজাউল জানান, ভিড়ের মধ্যে গয়নাটি হাতিয়েছিল সামিম। তাকে ধরে জিজ্ঞাসাবাদ করায় সোনার দোকানীর খোঁজ মেলে। উদ্ধার হয় ছিনতাই যাওয়া বালাটি।
|
পণের দাবিতে এক তরুণীকে মারধর করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী-সহ শ্বশুরবাড়ির তিন জনের বিরুদ্ধে। অভিযুক্তেরা সকলেই পলাতক। পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে। বৃহস্পতিবার বিকেলে স্বরূপনগরের তেপুল গ্রামের ঘটনা। ওই তরুণীর নাম ঝুনু দাস (২২)। বছর তিনেক আগে তেপুল গ্রামের বিমান দাসের সঙ্গে বিয়ে হয়েছিল চারঘাটের ঝুনুর। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে ওই তরুণীর উপর শারীরিক অত্যাচার চালাতেন শ্বশুরবাড়ির লোক। ঝুনুর দাদা ভোলানাথ আচার্য বলেন, “বোনের বিয়েতে সাধ্যমত জামাইকে টাকা, জিনিসপত্র দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও অতিরিক্ত টাকার দাবিতে ওরা বোনকে মারধর করত। ওই দিন মারধরের পর বোনকে ঝুলিয়ে দিয়ে জামাই এবং শ্বশুরবাড়ির অন্যরা পালিয়ে যায়।”
|
কিশোরীর বিয়ে আটকাল পুলিশ |
এক কিশোরীর বিয়ে আটকাল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ফুল মালঞ্চের ঘটনা। পুলিশ জানিয়েছে, সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে বছর খানেক ধরে পড়াচ্ছে গ্রামেরই এক যুবক। তাঁর সঙ্গে ওই কিশোরীর প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। বৃহস্পতিবার সে বাড়ি থেকে পালিয়ে ওই যুবকের কাছে যায় বলে পরিবারের লোক জানান। শুক্রবার তাদের বিয়ে হওয়ার কথা ছিল। তার তোড়জোড়ও চলছিল বলে পুলিশ জানিয়েছে। মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই কিশোরীর সঙ্গে কথা বলে তাকে বাবার কাছে ফিরিয়ে দেয়।
|
পুকুর খুঁড়তে গিয়ে উদ্ধার হল একটি বহু পুরনো কামানের গোলা। টিটাগড় থানার দেবপুকুরের ওই পুকুরটিতে একশ দিনের প্রকল্পের কাজ চলছিল। পুলিশ গোলাটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, দেড় ফুট লম্বা বহু পুরনো ওই গোলাটি ব্যবহৃত। |