|
|
|
|
জ্ঞানেশ্বরী মামলা |
প্যারোলে মুক্তি এক অভিযুক্তের |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জ্ঞানেশ্বরী মামলায় এক অভিযুক্ত একদিনের জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। তাঁর নাম লক্ষ্মীকান্ত রায়। বাড়ি ঝাড়গ্রাম থানার মুড়াবনিতে। শুক্রবার মেদিনীপুরের মেদিনীপুরের বিশেষ জেলা ও দায়রা আদালতের বিচারক পার্থপ্রতিম দাসের এজলাসে এই মামলার দিন নির্দিষ্ট ছিল। এদিন শুরুতেই লক্ষ্মীকান্তের আইনজীবী প্যারোলে মুক্তির জন্য আবেদন জানান। আগামী সোমবার তাঁর মেয়ের বিয়ে রয়েছে। সেই জন্যই এই আবেদন জানানো হয়। পরে সিবিআইয়ের আইনজীবীর বক্তব্য শুনে বিচারক ওই দিন তাঁকে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন মঞ্জুর করেন। এ জন্য মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষ ও ঝাড়গ্রাম জেলা পুলিশকে প্রয়োজনীয় নির্দেশও দেন। এই মামলায় ধৃত হীরালাল মাহাতোর আইনজীবী আগেই আদালতের কাছে একটি পিটিশন দাখিল করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, ঘটনার সময় হীরালাল নাবালক ছিল। প্রমাণপত্র হিসেবে আদালতের কাছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দেওয়া হয়েছিল। আদালত বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানানোর পাশাপাশি আইনজীবীকে ওই অভিযুক্তের জন্মের শংসাপত্র, স্কুলের বিভিন্ন শংসাপত্র জমা দিতে বলে। কিন্তু, নতুন করে কোনও কাগজপত্র আদালতে জমা দিতে পারেনি অভিযুক্তপক্ষ। বয়স নির্ধারণে মেডিক্যাল টেস্ট করানোর নির্দেশ দেয় আদালত। এই সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা পড়েছে। জ্ঞানেশ্বরী মামলা কলকাতায় সিবিআইয়ের বিশেষ আদালতে স্থানান্তর করতে চেয়ে ইতিমধ্যে হাইকোর্টে আবেদন জানানো হয়েছে। এ দিন এই বিষয়টিও আদালতে জানান সিবিআইয়ের আইনজীবী। আইনজীবীর বক্তব্য শুনে বিচারক পার্থপ্রতিম দাস আগামী ৩ অগস্ট মামলার পরবর্তী দিন ধার্য করেন। ওই দিন এ সংক্রান্ত কাগজপত্র দাখিল করার নির্দেশ দেন। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা মামলায় মোট ২৩ জনের নামে চার্জশিট পেশ করেছে সিবিআই। এঁদের মধ্যে ২১ জন গ্রেফতার হয়েছেন। ধৃতদের মধ্যে একমাত্র বিমল মাহাতোই জামিনে মুক্ত রয়েছেন। এ দিন ২১ জনই আদালতে হাজির ছিলেন। |
|
|
|
|
|