বরাবরের মতোই আবেগ নিয়ন্ত্রিত, উচ্ছ্বাস একেবারেই বাঁধন ছাড়া নয়। বরং আট বার উইম্বলডন ফাইনালে উঠে ইতিহাস গড়া রজার ফেডেরার অনেকটাই সাবধানী। তাই জকোভিচের বিরুদ্ধে ম্যাচ জিতে উঠে বলছেন, “জকোভিচকে হারিয়েছি মানেই ফাইনালে জিতে গিয়েছি ভাবলে ভুল হবে। ফাইনালে কঠিন লড়াই আমার জন্য অপেক্ষা করছে। এখনও কাজ শেষ হয়নি। ট্রফির জন্য আরও খাটতে হবে। রবিবার যথেষ্ট চাপ থাকবে।”
স্বীকার করে নিচ্ছেন, নিজের খেলায় তৃপ্ত। “অসম্ভব খুশি। আমি যে রকম খেলতে চেয়েছিলাম, সেন্টার কোর্টে সে রকমই খেলেছি। এক কথায় গ্রেট টেনিস খেলছিলাম। এই টুর্নামেন্টটা আমার জন্য খুব কঠিন ছিল। কিন্তু এখন পর্যন্ত ব্যাপারটা খারাপ যায়নি, ভাগ্যের সাহায্যও পেয়েছি,” দু’ঘণ্টা উনিশ মিনিটের ম্যাচ শেষে বলেছেন ফেডেরার। যোগ করেছেন, “নোভাকও দারুণ খেলেছে। প্রথম দুটো সেট বড় তাড়াতাড়ি শেষ হয়েছিল। আসল চাবিকাঠি ছিল তৃতীয় সেটটা।” টানা চারটে গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের ফাইনালে উঠলেও আজ সুইস মেশিনের কাছে হারতে হল গতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন জকোভিচকে। |
উইম্বলডনের ঘাসের কোর্টে হারতে কোনও দিনই পছন্দ নয়। প্রথম বার হারতে কেমন লেগেছিল? ফেডেরার বলছেন, “প্রথম বার যখন বার্ডিচের কাছে এখানে হেরেছিলাম, খুব খারাপ লেগেছিল। কিন্তু মনে হয়েছিল পরের বছর ফিরে আসতেই হবে। এখানকার কোর্টে খেলাটা ভীষণ পছন্দ করি। এটা আমার কাছে ঘরবাড়ির মতো।”
ফাইনালের প্রতিদ্বন্দ্বী হিসেবে সঙ্গা বা মারে, কাউকেই আলাদা করে বাছতে চাননি ফেডেরার। তাঁর বক্তব্য, “এই পর্যায়ের টেনিসে কেউ শক্ত বা সহজ প্রতিদ্বন্দ্বী নয়। প্রতিটা ম্যাচই নতুন ম্যাচ এবং নিজের দক্ষতার শীর্ষে থেকে জিততে হয়। সামান্যতম ভুলে ম্যাচের রং বদলে যেতে পারে।”
|
মিক্সড ডাবলসে শেষ চারে লিয়েন্ডাররা |
উইম্বলডনে ভারতীয় চ্যালেঞ্জ টুর্নামেন্টের প্রায় অন্তিম পর্যায়েও বাঁচিয়ে রেখেছেন লিয়েন্ডার পেজ। রাশিয়ার এলেনা ভেসনিনাকে নিয়ে লিয়েন্ডার আজ মিক্সড ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। চতুর্থ বাছাই ইন্দো-রুশ জুটি কোয়ার্টার ফাইনালে সহজেই ৬-২, ৬-২ হারিয়েছে অস্ট্রেলীয়-রুশ জুটি পল হ্যানলি-কুদ্রিয়াৎসেভাকে। লিয়েন্ডার ছাড়া মহেশ, সানিয়া, রোহন বোপান্নাসবাই ছিটকে গিয়েছেন।
|
এক নজরে সেমিফাইনাল |
|
ফেডেরার |
|
জকোভিচ |
১২ |
এস |
৯ |
০ |
ডাবল ফল্ট |
২ |
৭৫% |
প্রথম সার্ভিসে পয়েন্ট |
৭১% |
৭৪% |
দ্বিতীয় সার্ভিসে পয়েন্ট |
৫৭% |
৫২% |
নেট পয়েন্ট |
৬৪% |
১১- ৩ |
ব্রেক পয়েন্টে জয় |
৩-১ |
৩১ |
উইনার |
২৮ |
৯ |
আনফোর্সড এরর |
২১ |
|
|