কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা |
বৃহস্পতিবার এলাকার কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিল চন্দ্রকোনা-২ ব্লক প্রশাসন। এ দিন ওই ব্লকের সভাকক্ষে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিকের মোট ৩৭ জন কৃতী ছাত্র-ছাত্রীর হাতে বই-খাতা এবং অন্যান্য উপহার-সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি নমিতা দে, ঘাটালের মহকুমাশাসক অংশুমান অধিকারী, চন্দ্রকোনা ২-এর বিডিও সৈকত হাজরা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
|
খড়্গপুর-পাঁশকুড়া তৃতীয় লাইনের কাজ খতিয়ে দেখতে শুক্রবার খড়্গপুরে আসেন কমিশনার অব রেলওয়ে সেফটি সুদর্শন পট্টনায়েক। এ দিন প্রথমে তিনি বালিচক যান। তৃতীয় লাইনের কাজ খতিয়ে দেখেন। কাজের ক্ষেত্রে সমস্যা রয়েছে কি না, কী ভাবে কাজ এগোবে, প্রভৃতি জেনে নেন। পরে শ্যামচক হয়ে খড়্গপুরে ফেরেন। সঙ্গে ছিলেন রেলের অন্য আধিকারিকেরা।
|
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যাতায়াতের পথ যানজটমুক্ত করার দাবি জানাল তৃণমূল ছাত্র পরিষদ। শুক্রবার এই দাবিতে মেদিনীপুরের মহকুমাশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় যাতায়াতের পথ দু’টি। একটি তাঁতিগেড়িয়া হয়ে, অন্যটি রাঙামাটি হয়ে। তাঁতিগেড়িয়া হয়ে যাতায়াতে সমস্যা লেভেল ক্রসিংয়ের জন্য। প্রায়ই লেভেল ক্রসিং বন্ধ থাকে। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। রাঙামাটি হয়ে যেতে গেলে এই সমস্যা নেই। কারণ, এই পথে উড়ালপুল রয়েছে। তবে সেখানে এফসিআই গুদাম থাকায় লরির লাইন পড়ে যায়। টিএমসিপি’র অভিযোগ, অনেক সময়ই লরিগুলি নিয়ম মেনে রাস্তার ধারে রাখা হয় না। ফলে যানজট হয়। দুর্ঘটনার আশঙ্কা থাকে। সংগঠনের চেয়ারম্যান রমাপ্রসাদ গিরি বলেন, “ছাত্রছাত্রীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন সে জন্য ওই এলাকাকে যানজটমুক্ত করার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।”
|
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১১১তম জন্মদিন পালন করল বিজেপি। শুক্রবার মেদিনীপুরের ফকির কুঁয়োর কাছে শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করা হয়। শ্যামাপ্রসাদের জীবন ও কাজ নিয়ে বক্তব্য রাখেন দলের জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায়। |