একটি ‘কোড নেম’ ও একটি মোবাইল নম্বর। তার সাহায্যেই ফাঁদ পেতে বৃহস্পতিবার এন্টালির ডি সি দে রোড থেকে আন্তর্জাতিক মাদক-চক্রের অন্যতম পাণ্ডা অ্যাংলো-ইন্ডিয়ান ডোনাল্ড উইন্ডসর মাইটল্যান্ড ওরফে রাহুলকে গ্রেফতার করল কলকাতা পুলিশের নার্কোটিক্স শাখা। তার কাছে মিলেছে ১০০ গ্রাম কোকেন। পুলিশের দাবি, ওই মাদকের মূল্য প্রায় ১০ কোটি টাকা। ৩০ জুন রাতে কনভেন্ট রোড থেকে ধরা পড়ে ওই চক্রেরই অ্যাং সিরিং ইউবাথেনিন। তার কাছে মিলেছিল ১৩৪ পাউচ হোয়াইট সুগার, একটি আগ্নেয়াস্ত্র, ৫ রাউন্ড কার্তুজ ও ৭৫ হাজার টাকা।
পুলিশ জানায়, ডোনাল্ডের জন্ম মুম্বইয়ে। বড় হওয়া পশ্চিম এশিয়ায়। পুলিশের দাবি, জেরায় ডোনাল্ড জানায়, মাদক রাখার অভিযোগে ১৯৯৬-এ দুবাই পুলিশের হাতে ধরা পড়ে ৯ বছরের জেল হয় তার। ছাড়া পেয়ে মুম্বই গিয়ে আলাপ হয় পিটার নামে এক জনের সঙ্গে। তার সূত্রেই মাদক পাচারের কাজে কলকাতায় যাতায়াত শুরু করে। ইদানীং তার ঘাঁটি ছিল বেহালায়। কলকাতাতেই তার সঙ্গে অ্যাং-এর আলাপ। পুলিশ জানিয়েছে, একই কথা বলেছে অ্যাং-ও।
গোয়েন্দারা জানতেন, অ্যাংলো-ইন্ডিয়ানদের একটি মাদক-চক্র পিকনিক গার্ডেন, বেহালা, ঠাকুরপুকুর ও জোকায় সক্রিয়। অ্যাংকে জেরা করে পুলিশ জানে, তার মোবাইলে রাহুল নামে যার নম্বর আছে, সে-ই চক্রের চাঁই। তবে অ্যাং যে ধরা পড়েছে, জানত না ডোনাল্ড। অ্যাং-এর মোবাইল থেকে ডোনাল্ডকে ফোন করানো হয়। অ্যাং ‘রেভ পার্টি’র জন্য কোকেন চেয়ে তাকে ডি সি দে রোডে যেতে বলে। অ্যাং-এর সঙ্গে সেখানে যান নার্কোটিক্স শাখার ওসি মৃগাঙ্কমোহন দাস, এসআই সাধন মণ্ডল, অমিত চট্টোপাধ্যায় ও এন্টালি থানার অতিরিক্ত ওসি ভগীরথ মিশ্র। সেখানেই ধরা পড়ে ডোনাল্ড। হাতঘড়ির টিনের কৌটোয় ৫০ গ্রামের দু’টি কোকেনের পাউচ বাজেয়াপ্ত হয়। |