টুকরো খবর
ফের উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মমতা
আগামী সপ্তাহে চার দিনের উত্তরবঙ্গ সফরে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের জেলাশাসক মোহন গাঁধী মঙ্গলবার বলেন, “১১ জুলাই মুখ্যমন্ত্রী প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পরে তাঁর অন্য অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা।” প্রশাসনিক সূত্রের খবর, ১০ জুলাই দুপুরে কলকাতা থেকে বিমানে বাগডোগরা পৌঁছে মুখ্যমন্ত্রী কোচবিহারে যাবেন। রাতে কোচবিহার সার্কিট হাউসে থাকবেন। পর দিন বুধবার, ১১ জুলাই সকালে কোচবিহার জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পরে কোচবিহারে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস-সহ একাধিক প্রকল্পের উদ্বোধন ও ঘোষণা করার কথা মুখ্যমন্ত্রীর। সরকারি সূত্রের খবর, ১২ জুলাই জলপাইগুড়িতে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী। জলপাইগুড়ি শহরে একটি দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার কথাও রয়েছে তাঁর। ওই দিন বিকেলে শিলিগুড়ি হয়ে কালিম্পঙের ডেলোয় যেতে পারেন মুখ্যমন্ত্রী। পর দিন, ১৩ জুলাই নেপালি কবি ভানুভক্তের জন্মদিন উপলক্ষে কালিম্পঙে আয়োজিত এক অনুষ্ঠানে যোগও দিতে পারেন মুখ্যমন্ত্রী। তবে পাহাড়ে যে হেতু জিটিএ ভোটের কারণে নির্বাচনী বিধি বলবৎ রয়েছে, সে জন্য পাহাড়ের অনুষ্ঠানের বিষয়টি এখনও চূড়ান্ত নয়।

টিচার্স রুমে বন্দি শিক্ষকেরা
সময়মতো স্কুলে হাজির হন না বলে অভিযোগ তুলে প্রধান শিক্ষক ও শিক্ষকদের জন্য নির্দিষ্ট ঘরে আটকে তালা দিলেন অভিভাবকরা। মালদহের রতুয়ার বাজিতপুর সিএস প্রাথমিক স্কুলে মঙ্গলবার ঘটনাটি ঘটেছে। দু’ঘণ্টা আটকে থাকার পর ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলে মুচলেকা লিখিয়ে তাঁদের ছাড়া হয় বলে অভিযোগ। প্রাথমিক শিক্ষা সংসদের রতুয়া-১ চক্রের স্কুল পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, “ঘটনার কথা শুনেছি। শুনেছি আপাতত সমস্যা মিটে গিয়েছে। ভবিষ্যতে ওই স্কুলে আর যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেদিকে কড়া নজর রাখা হবে।” স্কুলে পড়ুয়া ২৭৫ জন! শিক্ষক ৫ জন। অধিকাংশ দিনই প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষকরাও দেরি করে স্কুলে যান । এদিন ১১টা পেরিয়ে গেলেও কোনও শিক্ষকই স্কুলে হাজির হননি বলে অভিযোগ।

অপহরণ, দাবি ৫০ লক্ষ টাকা
প্রাতর্ভ্রমণের সময় ব্যবসায়ী অপহরণ করে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে ইসলামপুর থানার রামগঞ্জে ঘটনাটি ঘটেছে। এদিনও ৫টা নাগাদ প্রাতর্ভ্রমণে বার হন। ভরতপ্রসাদ গুপ্ত। তিনি রামগঞ্জের শাস্ত্রীনগর এলাকার বাসিন্দা। তাঁর হার্ডওয়ারের ব্যবসা রয়েছে। সেই সময়ে সাদা রঙের একটি মারুতি ভ্যান গিয়ে তাঁর পাশে দাঁড়ায়। ওই গাড়িতে আসা দুষ্কৃতীরা তাঁকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। পরে তাঁর বাড়ির ফোনে মুক্তিপণ চাওয়া হয়। ঘটনাটি প্রতিবেশীদের মাঝ্যমে পুলিশের কাছে পৌঁছে যায়। পুলিশ তদন্তে নামে। এই প্রসঙ্গে ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেন, “এ ধরনের একটা অভিযোগ শোনা গিয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। খুব দ্রুতই ওই ব্যবসায়ীকে উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।”

বাতি বসানো নিয়ে বিবাদ
বামফ্রন্টের দুই শরিকের দুই জনপ্রতিনিধির মতবিরোধের জেরে হলদিবাড়িতে পথবাতি বসানোর কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। হলদিবাড়ি থানার দেওয়ানগঞ্জের ঘটনা। দেওয়ানগঞ্জ থেকে নির্বাচিত হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সিপিএম সদস্য বিভাস ঘোষ এবং দেওয়ানগঞ্জের পঞ্চায়েত প্রধান ফবর আশুতোষ রায়ের মধ্যে ওই ব্যাপারে বিরোধ দেখা দিয়েছে। বিভাস ঘোষের অভিযোগ, “প্রধান পথবাতি বসলেও বিল দিতে রাজি নন। ফলে তা বসানো যাচ্ছে না।”আশুতোষ রায় বলেন, “মিথ্যা কথা। আমিই প্রথম পথবাতি বসানোর প্রস্তাব করি।”সরকারি গ্রন্থাগারের মহিলা গ্রন্থাগারিক শোভা দেবী শা বলেন, “সন্ধ্যার পরে বাড়ি থেকে বার হতে ভয় লাগে। পথবাতি লাগানো হলে এই সমস্যা মিটবে।” হলদিবাড়ির বিডিও দিব্যেন্দু মজুমদার বলেন, “দ্রুত পথবাতি বসানোর কাজ যাতে হয়, সেই চেষ্টা করা হবে।”

বিএড পড়ার সুযোগ শিক্ষক-শিক্ষিকাদেরও
এ বছরও উত্তরবঙ্গের স্কুলের শিক্ষক-শিক্ষিকারা বিএড পড়ার সুযোগ পাবেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ কথা জানান। প্রথমে বিলি হওয়া ফর্মে শিক্ষক-শিক্ষিকাদের ভর্তির ব্যবস্থা ছিল না। শিক্ষক-শিক্ষিকারা সরব হন। বিষয়টি রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছিল। সোমবার শিক্ষক-শিক্ষিকাদের বিএড পড়ার অনুমোদনের বিষয়টি জানিয়ে দেওয়া হয়। ১৬ জুলাই পর্যন্ত আবেদনপত্র মিলবে। উত্তরবঙ্গের ৪ টি সরকারি বিএড কলেজে শিক্ষক-শিক্ষিকাদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণও করা হবে। তবে শিক্ষক-শিক্ষিকারা সুযোগ পেলে সাধারণ পড়ুয়ারা সমস্যায় পড়বেন বলে সরব ছাত্র পরিষদ। আসন বাড়াতে আজ, বুধবার উপাচার্যকে স্মারকলিপি দেওয়ার কথা জানান, ছাত্র পরিষদদের নেতা রোনাল্ড দে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.