সংস্কৃতি যেখানে যেমন

হুল দিবস
আগামী শনিবার ৭ জুলাই দুপুরে বহরমপুর রবীন্দ্রসদনে ‘হুলদিবস’ পালন করতে চলেছে ‘মুর্শিদাবাদ আদিবাসী এডুকেশান ও কালচারাল ফোরাম’ নামের একটি সংস্থা। আদিবাসী নাচ, গান ও আলোচনাসভার মাধ্যমে সেখানে ‘হুলদিবস’ উদযাপন করার কথা।

থেট্রিক্সের অনুষ্ঠান
গত শনিবার ৩০ জুন বহরমপুর রবীন্দ্রসদনে অনুষ্ঠিত হয় কলকাতার সাংস্কৃতিক সংস্থা ‘থেট্রিক্স’ আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান। বিধানচন্দ্র রায়কে নিয়ে একটি ও বিবেকানন্দ-রবীন্দ্রনাথ-নজরুলকে নিয়ে আরও একটি গীতিআলেখ্য পরিবেশন করেন ওই সংস্থার শিল্পীরা। সৃষ্টি ও পরিবেশনার মান যথেষ্ট উন্নত হওয়া সত্ত্বেও প্রচারের অভাবে প্রায় দর্শকশূন্য ছিল সদন।

লোকগান, নৃত্য
বহরমপুর রবীন্দ্রসদনের মুক্তমঞ্চে সম্প্রতি অনুুষ্ঠিত হয় বিশ্বসংগীত দিবস। ‘নাইয়া’ ও ‘মুর্শিদাবাদ সংগীত কেন্দ্র’-এর যৌথ উদ্যোগেরও ওই অনুষ্ঠানে লোকগান, আধুনিক গান, রবীন্দ্রসংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। উদ্বোধন করেন চিকিৎসক অমিয়কুমার বেরা।

গৌতম স্মরণ
এক যুগ আগেও বহরমপুরের স্কুল কলেজের ছেলেমেয়েদের নিয়ে প্রতিযোগিতামূলক বির্তকসভার পুরোহিত ছিলেন বহরমপুর গার্লস কলেজের রাষ্ট্রবিজ্ঞানের তরুণ অধ্যাপক গৌতম উপাধ্যায়। তাঁকে ছাড়া কবি নজরুলের স্মরণ অনুষ্ঠান ও শিশু কিশোরদের বেসরকারি সংগঠন ‘সূর্যসেনা’ আয়জিত শিশু বইমেলার কথা ভাবা যেত না। বহরমপুর শহরের সাংস্কৃতিক কাজে গৌতমের অংশগ্রহণ ছিল প্রায় অবধারিত। মঙ্গলবার ৩ জুন তাঁর অকাল প্রয়ানের ১২তম বছর পূর্ণ হল। কিছু বিদ্বজ্জনকে নিয়ে গঠিত ‘গৌতম উপাধ্যায় স্মৃতিরক্ষা কমিটি’ শহরের কালেক্টরেট ক্লাবের হলঘরের স্মরণ অনুষ্ঠান করেন। প্রকাশিত হয় স্মারকগ্রন্থ ‘গৌতম উপাধ্যায় স্মরণে’। পরিশীলিত মানুষটিকে নিয়ে প্রকাশিত স্মরণিকায় কিন্তু পরিশীলনের বড়ই অভাব।

কৃষ্ণনগরে নাটক। নিজস্ব চিত্র।

স্কুলের শতবর্ষ
শতবর্ষ অতিক্রম করল রেজিনগর থানা এলাকার আন্দুলবেড়িয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়। গত ১৬ জুন সকালে শত প্রদীপ জ্বালিয়ে, পটকা ফাটানো শত তোপধ্বনিতে শুরু হয় শতবর্ষ উদ্যাপন। উৎসব চলে ১৭ জুন রাত পর্যন্ত। দু’দিনের ওই অনুষ্ঠানে সংগীত, শ্রুতি নাটক, নৃত্যনাট্য, বাউল গান, সাঁওতাল নৃত্য পরিবেশন করা হয়। ছিল বিভিন্ন মনীষীদের নিয়ে ট্যাবলো। ‘রবীন্দ্রনাথ ও স্কুলে বিজ্ঞান চেতনা’ জাতীয় দু’টি পৃথক বিষয়ের উপর আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

চিকিৎসক দিবস
গত রবিবার ১ জুলাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ‘চিকিৎসক দিবস’ পালন করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশান (আইএমএ)-এর বহরমপুর শাখা। সংগঠনের নিজস্ব হলঘরে ওই দিন সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন তিন চিকিৎসক দেবাশিস গোস্বামী, অরুণিমা চট্টোপাধ্যায় ও অরিন্দম চক্রবর্তী। আবৃত্তি পরিবেশন করেন আইএমএ-র জেলা সম্পাদক রঞ্জন ভট্টাচার্য। আবহ সংগীত সহযোগে পেশাদার বাচিক শিল্পী সুমনা মণ্ডলের বর্ষা ও বৃষ্টি পর্যায়ের আবৃত্তি সবার নজর কাড়ে। চিকিৎসক রুদ্রপ্রসাদ চক্রবর্তী শায়েরি পরিবেশন করেন।

বাচিক সন্ধ্যা
আগামী শনিবার ৭ জুলাই সন্ধ্যায় বহরমপুর রবীন্দ্রসদনে অনুষ্ঠিত হবে ‘মুর্শিদাবাদ জেলা আবৃত্তি সংসদ’-এর ৩৬ বছর পূর্তি অনুষ্ঠান ‘বাচিক সন্ধ্যা২০১২’। সংস্থার শিল্পীরা পরিবেশন করবেন আবৃত্তি, ছড়া, বিবেকান্দ ও রবীন্দ্রনাথকে নিয়ে দু’টি পৃথক আবৃত্তিআলেখ্য ও শ্রুতিনাটক। সংস্থার কর্ণধার চন্দন দাশগুপ্ত একক আবৃত্তি পরিবেশন করবেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.