সিঙ্গুর নিয়ে ভিন্নমত
রেজ্জাকের অভিযানে থাকছে না কৃষকসভা
গামী ৩ জুলাই রেজ্জাক মোল্লার প্রস্তাবিত ‘সিঙ্গুর দখল অভিযানের সঙ্গে চার বামপন্থী কৃষক সংগঠনের কোনও সম্পর্ক নেই বলে জানিয়ে দিলেন প্রাদেশিক কৃষকসভার রাজ্য সভাপতি সিপিএম নেতা মদন ঘোষ। মদনবাবু বলেন, “যেহেতু জমিটি আইনি মামলার প্রক্রিয়ায় রয়েছে, তাই আমরা ওখানে কিছু করতে চাই না। রাজ্য সরকার যাতে ইচ্ছুক-অনিচ্ছুক ভেদাভেদ না করে কৃষক, ক্ষেতমজুর, বর্গাদার সবাইকেই আর্থিক সাহায্য দেয় সেই দাবি জানাচ্ছি।”
রেজ্জাক যাতে ওই ‘অভিযানে’ না-যান, সে জন্য ইতিমধ্যেই চেষ্টা শুরু হয়েছে। সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু তাঁর সঙ্গে কথা বলতে চেয়ে রেজ্জাককে চিঠি পাঠিয়েছেন। রেজ্জাক অবশ্য শনিবার জানান, তিনি কোনও চিঠি পাননি। দলের কোনও নেতার সঙ্গে কথাও হয়নি। এখনও পর্যন্ত তিনি সিঙ্গুর-অভিযান নিয়ে ‘অটল’। তবে পার্টির নির্দেশ অমান্য করে তাঁর যাওয়া উচিত হবে কিনা, তা নিয়ে তাঁর অনুগামীদের একাংশ ‘সংশয়ে’।
ওই অভিযানে যাতে রেজ্জাক না যান, তার জন্য কি কৃষকসভার সিদ্ধান্ত তাঁরা রেজ্জাককে জানাবেন? মদনবাবু বলেন, “রেজ্জাকের সঙ্গে কী করব, কথা বলব কিনা, তা নিয়ে সংবাদমাধ্যমকে কিছু বলতে চাই না। তিনি আমাদের পার্টির নেতা।” ঘনিষ্ঠ মহলে মদনবাবু বলেন, সিঙ্গুরে গিয়ে আন্দোলনের ব্যাপারে রেজ্জাকের ভিন্নমত থাকতেই পারে। কিন্তু দলে থাকলে সংখ্যাগরিষ্ঠের মতই মেনে নিতে হয়।
রেজ্জাকের বক্তব্য, সিঙ্গুরে না-গিয়ে তাঁর দল যে ভুল করছে, নেতাদের তা বোঝাতেই তিনি যেতে চান। মদনবাবু অবশ্য জানিয়েছেন, জুলাই-অগস্ট মাসে যখন নানা দাবিতে চার কৃষক সভা রাজ্য জুড়ে প্রচার আন্দোলনে নামবে, তখন কৃষক নেতারা সিঙ্গুর যাবেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.