প্রত্যেক দিন শ্যুট শুরু হওয়ার আগে পরিচালকের সঙ্গে এই মিটিংটা করবেনই প্রসেনজিৎ। মিটিংয়ের অ্যাজেন্ডা: আগের দিনের এপিসোড নিয়ে কাটাছেঁড়া, সেদিনের শ্যুটে কী কী নতুন মোচড় আনা যায়। “পরিচালকের সঙ্গে এই মিটিংটা খুব গুরুত্বপূর্ণ। ওর সাজেশনগুলো, আমার ইনপুট্স, তা ছাড়া স্টুডিওর দর্শকদের সঙ্গে কী ভাবে ইন্টারঅ্যাক্ট করার নতুন পন্থা ভাবতে হয় আমাদের,” বললেন বুম্বাদা। |
“প্রডাকশন কন্ট্রোল রুম-এ (পিসিআর) বসার মধ্যে একটা অদ্ভুত মজা আছে,” বলছিলেন প্রসেনজিৎ। এদিকে বুম্বাদার কানে হেডফোন দেখে শুভঙ্করের তড়িঘড়ি ঘোষণা, “হ্যালো, বুম্বাদার কানে হেডফোন কিন্তু!” হঠাৎ এটা বলার মানে? “নিজেদের মধ্যে যে ভাষায় কথা বলি, বুম্বাদা শুনলে লজ্জায় মাথা কাটা যাবে,” উত্তর শুভঙ্করের। শুনে বুম্বাদার উত্তর, “ও সব ভাবিস না, আমার শোনা অভ্যেস আছে।” |