টুকরো খবর
পূর্ব নাগাল্যান্ডের জন্য বরাদ্দ ৩০০ কোটি
অবশেষে পূর্ব নাগাল্যান্ডের উন্নতি নিয়ে রাজ্য ও কেন্দ্রের টনক নড়ল। পূর্ব নাগাল্যান্ডের মন, কিফিরে, তুয়েংসাং ও লংনেং জেলা নিয়ে পৃথক পূর্ব নাগাল্যান্ড রাজ্য গড়ার জন্য আন্দোলন চালাচ্ছে ইস্টার্ন নাগাল্যান্ড পিপল্স অরগানাইজেশন (ইএনপিও)। দাবি থেকে সরেনি তারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে বৈঠকে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিয়ু রিও মেনে নেন পূর্ব নাগাল্যান্ডে সেই ভাবে উন্নতি হয়নি। কাল কেন্দ্রীয় পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান মন্টেক সিংহ অহলুয়ালিয়ার কাছ থেকে তাই পূর্ব নাগাল্যান্ডের জন্য বিশেষ প্যাকেজ চান রিও। কেন্দ্র আগামী অর্থবর্ষে নাগাল্যান্ডের উন্নয়নে ২৩০০ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়। পূর্ব নাগাল্যান্ডের উন্নতির জন্য বরাদ্দ ৩০০ কোটি। রাজ্যের মুখ্য সচিব লালথারা জানান, এটি এককালীন সাহায্য নয়। দ্বাদশ পরিকল্পনায়, পূর্ব নাগাল্যান্ডের জন্য, পাঁচ বছরের বিশেষ প্রকল্পের পরিকল্পনা করতে বলেন অহলুুয়ালিয়া। ৩০০ কোটি সাহায্যের প্রথম কিস্তি হিসাবে ধরা উচিত।

টানা বৃষ্টিতে ভরা ব্রহ্মপুত্র
গত তিন দিন ধরে অনবরত বৃষ্টির ফলে ব্রহ্মপুত্র ও তাঁর শাখা নদীগুলির জল বেড়ে যাওয়ায় ধুবুরি’র বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বিলাসীপাড়া শহরের ১৪টি ওয়ার্ড ও চাপড়ের ৪টি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে। ব্রহ্মপুত্রের শাখা নদী বিপদ সীমার কাছাকাছি দিয়ে প্লাবিত হওয়ায় বিলাসীপাড়া মহকুমার বিভিন্ন গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। ব্রহ্মপুত্রের জলস্তর বুধবার বিকাল পর্যন্ত ৫০ সেন্টিমিটারের উপর দিয়ে বইছে। আগামী ২৪ ঘন্টায় জল বাড়ার সম্ভাবনা রয়েছে।

পাসপোর্ট সেবাকেন্দ্র খোলার প্রস্তাব
মানুষের হাতে সহজে পাসপোর্ট পৌঁছে দিতে তৎপর হচ্ছে কেন্দ্রীয় সরকার। আজ বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ জানিয়েছেন, ৭৭টি পাসপোর্ট সেবাকেন্দ্র খোলার কথা ছিল। তার সঙ্গে আরও ৪০টি পাসপোর্ট কেন্দ্র খোলার প্রস্তাব দেওয়া হয়েছে। কৃষ্ণের আশা, শীঘ্রই এটি কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হয়ে যাবে। ইতিমধ্যেই এই ব্যাপারে একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্র। তার মধ্যে রয়েছে অনলাইনে টাকা জমা দেওয়ার সুবিধা। আটকে থাকা পাসপোর্টের কাজ দ্রুত শেষ করার জন্য শনি এবং রবিবার বিশেষ ভাবে কাজ করার চেষ্টাও করা হচ্ছে।

দুর্ঘটনায় মৃত্যু চার বরযাত্রীর
কাল রাতে পথ দুর্ঘটনা মৃত্যু হয়েছে চার বরযাত্রীর। গুরুতর জখম হয়েছেন গাড়ির চালক-সহ বরযাত্রী দলের আরও চার জন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে বোকারোর জারডি থানার তুপকাডি এলাকায়। বরযাত্রীরা রাঁচির ওরঁমাজি এলাকা থেকে বোকারোর ফুসরোয় যাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, বরযাত্রীদের গাড়ির সঙ্গে উল্টোদিক থেকে আসা একটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রেলারের ধাক্কায় বরযাত্রীদের গাড়িটি রাস্তায় উল্টে যায়।

লিজ দুর্নীতির অভিযোগ দায়ের
চা উৎপাদনের জন্য বেআইনি ভাবে সরকারি জমি ৯০ বছরের জন্য লিজ দেওয়ার ঘটনায় কিষানগঞ্জের প্রাক্তন দুই জেলাশাসক-সহ একাধিক আধিকারিকের বিরুদ্ধে ভিজিল্যান্স দফতরে দুর্নীতির অভিযোগ জমা পড়ল। এঁদের বিরুদ্ধে দুর্নীতি এবং ষড়যন্ত্রের অভিযোগ করা হয়েছে ভিজিল্যান্সের বিশেষ আদালতে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.