কেন্দ্রের সঙ্গে দর কষাকষিতে ফের সাফল্য পেলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সড়ক পরিবহণ মন্ত্রকের পরে এবার বিহারের জন্য মুক্তহস্ত হয়েছে যোজনা কমিশন।
আজ রাজ্যের জন্য ২৮ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে যোজনা কমিশন। যা গতবারের বরাদ্দের তুলনায় প্রায় ১৬.৬৬ শতাংশ বেশি। পাশাপাশি বিহারের জন্য বিশেষ আর্থিক সাহায্যের বিষয়টি বিবেচনা করার প্রস্তাব দিয়েছেন যোজনা কমিশনের ডেপুটি চেয়ারপার্সন মন্টেক সিংহ অহলুওয়ালিয়া।
এ ছাড়াও আজ রাজ্যের পক্ষ থেকে চলতি দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মোট কুড়ি হাজার কোটি টাকা সাহায্য চান নীতীশ। যা গত পাঁচ বছরের সাহায্যের দ্বিগুণ। মন্টেকের কথায়, “ওই সাহায্য দিতে গেলে কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মতির প্রয়োজন। দ্রুত কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই প্রস্তাব আনা হবে।”
রাজনৈতিক সূত্রের বক্তব্য, রাষ্ট্রপতি পদে প্রণব মুখোপাধ্যায়কে সমর্থনের প্রতিদানে এখন দরাজ হয়েছে কেন্দ্র। তবে রাষ্ট্রপতি ভোট শেষ হয়ে গেলে প্রতিশ্রুতি পালনে কেন্দ্র আদৌ উদ্যোগী হবে কি না তা নিয়ে অবশ্য চোরা আশঙ্কা রয়েছে জেডিইউ নেতৃত্বের মধ্যেই। তবে রাজনীতিকরা মনে করছেন, ইতিমধ্যেই নীতীশ কুমার গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানিয়ে এনডিএ ছাড়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন। যা দেখে উৎসাহী কংগ্রেস শিবির। দু’বছর পরে লোকসভা নির্বাচনে নীতীশকে পাশে পেতে ইতিমধ্যেই কংগ্রেস তলে তলে চেষ্টা শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে প্রতিশ্রুতি ভঙ্গ করে সম্পর্ক তিক্ত করার পথে হাঁটতে চাইবে না কংগ্রেসও। আজ যোজনা কমিশনের বৈঠকে নীতীশ জানান, তাঁর রাজ্য আগামী পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আর্থিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা ১৩ শতাংশ ধার্য করেছেন। অন্য রাজ্যগুলির তুলনায় বিহার যে দ্রুত উন্নতি করছে তা স্বীকার করে নিয়ে মন্টেক জানান, “অন্য উন্নত রাজ্যগুলির সঙ্গে খুব দ্রুত পাল্লা দিচ্ছে বিহার।” পাশাপাশি যোজনা কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিহারের পর্যটন শিল্পের উন্নতির কথা মাথায় রেখে নালন্দায় একটি বিমানবন্দর নির্মাণে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। |