পাশাপাশি শব্দছক ৪৮০৯ উপর নীচে
উকিলের কাজের পদ্ধতি
অত্যন্ত মোটা ধারা।
একে বোঝানো যায় না।
এটি মশলা বা মুখশুদ্ধি
হিসেবে ব্যবহৃত হয়।
১০ অন্ধকারে ঢাকা।
১১ দুই বিপরীত গোষ্ঠীতে ভাগ করা।
১৩ সিপাহি বিদ্রোহের অন্যতম নায়ক।
১৫ এটি থেমে থাকে না।
১৬ বংশসূচক নাম।
১৭ হঠাৎ আসা বান।
১৯ দৈত্যের শত্রু।
২১ প্রণয়নকারী।
২২ শীতকালীন শাক।
২৩ যে ভূসম্পত্তির পত্তন নেওয়া হয়েছে।
২৪ মুখমণ্ডলে উৎপন্ন ক্ষুদ্র কালো দাগ।
২৫ সৈন্যদল।
২৬ সবিশেষ পর্যালোচনা।
২৭ বর্ম, কবচ।
২৮ পবনপুত্র হনুমান।
৩০ বৈষ্ণব সাহিত্যে পদ্যে
লিখিত ইতিবৃত্ত।
৩২ নীচে নামিয়ে আনা।
৩৪ জীবনবৃত্তান্তের লেখক।
৩৫ সুস্বাদু।
৩৭ জোয়ার।
৩৯ কাটা বা ছেঁড়া অংশ।
৪০ কবিরের প্রচারিত
ধর্মের অনুসরণকারী।
৪১ জনগণের দ্বারা গঠিত
ও পরিচালিত সমিতি।
জলে জিইয়ে রাখা যায় এমন মাছ।
বিচিত্র চক্রচিহ্নযুক্ত হরিণ।
প্রাপ্য শাস্তি মেনে নেওয়া।
কর্তৃত্ব বা মাতব্বরি।
প্রাতঃকালীন রাগ।
ইংরেজ আমলের খেতাববিশেষ।
অলংকার বা গৌরবের বস্তু।
ধার্মিকতা
১১ বাঁশ দিয়ে তৈরি অস্থায়ী মণ্ডপ।
১২ কর্মের ফলভোগ।
১৪ এই কাগজ প্রতিদিন
সন্ধ্যায় প্রকাশিত হয়।
১৭ নির্লোভ সন্ন্যাসী সম্পর্কে
এই উভচর পাখিটি ব্যবহৃত হয়।
১৮ পাপ কাটানো।
২০ পুরানো গান ইত্যাদির
নতুন সংস্করণ।
২১ পরাক্রমশালী।
২৫ নকল করায় দক্ষ।
২৯ নির্দয়, নির্মম।
৩১ বুনো গাছ, এর তেল
ওষুধরূপে ব্যবহৃত হয়।
৩২ বাধা সৃষ্টি করে এমন।
৩৩ উদার মনোভাবাপন্ন।
৩৪ পাদপদ্ম।
৩৬ উগ্র, চরমপন্থী।
৩৭ যেখান থেকে জল নিঃসৃত হয়।
৩৮ গ্রীষ্মকাল।
সমাধান ৪৮০৮
 
First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.