মেডিসিন, শল্য, অর্থোপেডিকে চিকিৎসক কম, জানালেন কর্তৃপক্ষ |
হাসপাতাল ঘুরল বিশেষজ্ঞ কমিটি |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ি জেলা হাসপাতালে মেডিসিন, শল্য এবং অর্থোপেডিক বিভাগে চিকিৎসক কম থাকায় সমস্যার কথা ‘মাল্টি ডিসিপ্লিনারি এক্সপার্ট কমিটি’-র প্রতিনিধিদের জানালেন কর্তৃপক্ষ। রবিবার ওই কমিটির চেয়ারম্যান সুব্রত মৈত্রের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল শিলিগুড়ি জেলা হাসপাতাল পরিদর্শন করেন। জরুরি বিভাগ, কার্ডিয়াক করোনারি কেয়ার ইউনিট এবং প্রসূতি বিভাগ ঘুরে দেখেন তাঁরা। কমিটির চেয়ারম্যান সুব্রতবাবু বলেন, “বিভিন্ন জেলা হাসপাতালগুলি এই পর্বে ঘুরে দেখা হচ্ছে। হাসপাতালগুলিতে কোথায় চিকিৎসক কম থাকা, শয্যা কম থাকা, রোগীদের ঠিক মতো ওষুধ না মেলা, উপযুক্ত পরিকাঠামো না থাকার বিষয়টি আমাদের নজরে এসেছে। ২০০১ সালের আদম সুমারি অনুসারে হাসপাতালের পরিকাঠামোগুলি রয়েছে বলে অনেক ক্ষেত্রে সমস্যা রয়েছে। এ ব্যাপারে রিপোর্ট দেওয়া হবে। স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কী করা যায় সেই বিষয়েও রিপোর্টে উল্লেখ থাকবে।” এই পর্বে কোচবিহার, জলপাইগুড়ি জেলা হাসপাতাল ঘুরে দেখেন তাঁরা। নাগরাকাটা ব্লাক হাসপাতাল, হিলা চাবাগানের স্বাস্থ্য কেন্দ্র, মালবাজার মহকুমা হাসপাতালের মতো বেশ কিছু স্বাস্থ্য কেন্দ্রও তাঁরা পরিদর্শন করেন। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মুখ্য মন্ত্রীর উদ্যোগে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতি খতিয়ে দেখতে মাস দুয়েক আগে ‘মাল্টি ডিসিপ্লিনারি এক্সপার্ট গ্রুপ’ তৈরি করা হয়েছে। প্রথম পর্বে মেডিক্যাল কলেজ হাসপাতালগুলির পরিস্থিতি খতিয়ে দেখে অন্তবর্তী রিপোর্ট দেওয়া হয়েছে। এই পর্বে জেলা, মহকুমা হাসপাতাল এবং কিছু ক্ষেত্রে ব্লক হাসপাতালগুলির পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিও ঘুরে দেখা হবে। এ দিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালেও যান ওই প্রতিনিধি দলটি। তবে সেখানে সংক্ষিপ্ত বৈঠক সেরেই শিলিগুড়ি জেলা হাসপাতালে যান। সেখান থেকে দুই মাইলে শিলিগুড়ি জেলা হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাস গড়ে তোলার জায়গা ঘুরে দেখেন। হাসপাতালের সুপার প্রদীপ সরকার তাঁদের জানান, রোগীর চাপ থাকলেও মেডিসিন বিভাগে মাত্র ৩ জন চিকিৎসক থাকায় সুষ্ঠু পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। একই পরিস্থিতি শল্য বিভাগ এবং অর্থোপেডিক বিভাগেও।
অনশন ভঙ্গ। বিধায়কের আশ্বাসে ছট পুজোয় সরকারি ছুটির দাবিতে অনশনরত শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অনশন ভঙ্গ করলেন। রবিবার শিলিগুড়ির মহানন্দা সেতু লাগোয়া এলাকায় তাঁরা অনশনে বসেন। বিকালে তাঁরা অনশন ভঙ্গ করেন। বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য বলেন, “সরকারি ছুটি পুরোপুরি ভাবে মুখ্যমন্ত্রীর বিষয়। সংগঠনের দাবি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব।” |