টুকরো খবর
প্রধানের ইস্তফা
প্রধান পদ থেকে অব্যাহতি চেয়ে পাত্রসায়রের বিডিও-র কাছে ইস্তফা পত্র দিলেন বেলুট-রসুলপুর পঞ্চায়েতের প্রধান তপন মাঝি। শুক্রবার তিনি চিঠি দেন। পাত্রসায়রের ভারপ্রাপ্ত বিডিও সমীরণকৃষ্ণ মণ্ডল বলেন, “বেলুট-রসুলপুর পঞ্চায়েতের প্রধান পদে তাঁর ইস্তফা দেওয়ার চিঠি জমা পড়েছে। নিয়ম অনুযায়ী তাঁকে শুনানির জন্য ডাকা হয়েছে। তাঁর বক্তব্য জানার পরেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।” পদত্যাগী প্রধান তপনবাবু বলেন, “পারিবারিক নানা কারণে পঞ্চায়েতের কাজে এখন সেভাবে সময় দিতে পারছি না। তাই ব্যক্তিগত কারণ দর্শিয়ে দলের অনুমতি নিয়েই প্রধান পদ থেকে ইস্তফা দিয়েছি।” এই পঞ্চায়েতের মোট আসন ১৫। তারমধ্যে সিপিএমের ৮টি ও তৃণমূলের ৭টি। সিপিএমের পাত্রসায়র জোনাল সম্পাদক লালমোহন গোস্বামীর অভিযোগ, “তৃণমূলের লোকেরা প্রধানকে চাপ দিয়ে অন্যায় কাজ করানোর চেষ্টা করছেন। তৃণমূল নেতারা হুমকি দিয়ে আমাদের দলের প্রধানকে অনৈতিক কাজ করিয়ে নিজেদের আখের গোছাতে চাইছেন। তাই বাধ্য হয়ে তিনি প্রধান পদে ইস্তফা দিয়েছেন।” পঞ্চায়েতের তৃণমূল সদস্য তথা পাত্রসায়র ব্লক যুব তৃণমূল সভাপতি সুবিমান ঘোষের দাবি, “আমরা উন্নয়ণের কাজে কোনওদিন বাধা দিইনি। রাজনৈতিক কারণেই সিপিএম আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে এলাকার উন্নয়ন স্তব্ধ করতে প্রধানকে পদত্যাগ করিয়েছে।”

খুনের অভিযোগ
এক ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠল তাঁর অত্মীয়ের বিরুদ্ধে। অভিযুক্ত পলাতক বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় সূত্রে জানা দিয়েছে, পেশায় একটি বেসরকারি বিমা সংস্থার এজেন্ট পাড়া থানার নতুনডি গ্রামের বাসিন্দা অনিলকুমার মাহাতো (৪২) শনিবার রাতে নিজের মোটরবাইক পরিষ্কার করছিলেন। সেই সময় তাঁর আত্মীয় তারাপদ মাহাতো তাঁকে মারধর করলে তিনি অজ্ঞান হয়ে যান বলে অভিযোগ। তাঁকে উদ্ধার করে কুস্তাউর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়ে দেন। পুলিশ জানায়, রবিবার দুপুরে মৃতের স্ত্রী থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত পলাতক। তবে পারিবারিক বিবাদের জেরে ওই ব্যক্তি খুন হয়েছেন বলে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান।

ডাইন প্রথার বিরুদ্ধে সভা
ডাইন প্রথার বিরুদ্ধে বাসিন্দাদের সচেতন করতে রবিবার মানবাজার থানার কপড়রা গ্রামে বিডিওর উপস্থিতিতে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি একটি সভা করল। ২৮ মে এই গ্রামেরই বাসিন্দাদের একাংশ গ্রামের বাসিন্দা লক্ষ্মীমণি কিস্কুকে জরিমানা করে বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ এসে সপরিবার লক্ষ্মীমণিদেবীকে উদ্ধার করে থানায় নিয়ে যান। এ দিন ওই প্রৌঢ়ার অভিযোগ, “গ্রামে ফিরলেও গ্রামের অনেকেই আমাদের এড়িয়ে চলছেন। চাষের জিনিসও চুরি হয়েছে।” এই গ্রামের বাসিন্দারাই কয়েক বছর আগে ডাইনপ্রথার বিরুদ্ধে সরব হয়েছিলেন। সভায় বাসিন্দাদের অনেকেই ছিলেন না। মানবাজারের বিডিও সায়ক দেব বলেন, “পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। সবাইকে নিয়ে ওই গ্রামে ফের বৈঠক করব।” সংগঠনের জেলা সম্পাদক মধুসুদন মাহাতোর দাবি, “ঝাড়খণ্ড ও ওডিশার মতো পশ্চিমবঙ্গেও ডাইন বিরোধী আইন আরও কড়া হওয়া উচিত।”

দেওরের পায়ে কোপ, ধৃত বৌদি
কুড়ুল দিয়ে দেওরের পা কেটে দেওয়ার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বাঘমুণ্ডির কালিমাটি গ্রামে। ধৃত মহিলার দেওর সনাতন সিংহ মুড়া পুরুলিয়া হাসপাতালে চিকিৎসাধীন। ধৃত মহিলার স্বামী বীরবল সিংহ মুড়া ১৯৯৭ সালে পারিবারিক বিবাদের জেরে খুন হন। ওই মামলায় অভিযুক্ত সনাতন। এখন তিনি জামিনে মুক্ত। পুলিশের কাছে ওই মহিলা অভিযোগ করেছেন, তাঁকে কুপ্রস্তাব দিতেন সনাতন। শুক্রবার রাতে সনাতন ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন। তখন দিয়ে বৌদি তাঁর ডান পায়ে আঘাত করেন। সনাতনের ডান পায়ের গোড়ালি থেকে বাকি অংশ বাদ দিতে হয়। অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে পুলিশ ধরে।

জেলা সম্পাদকমণ্ডলী
বাঁকুড়ায় সিপিএমের নতুন জেলা সম্পাদকমণ্ডলী গঠিত হল। শনিবার বাঁকুড়া জোনাল অফিসে সিপিএমের পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্রের উপস্থিতিতে ১৪ জনের সম্পাদকমণ্ডলী গঠন করা হয়। সিপিএমের জেলা সম্পাদক অমিয় পাত্র বলেন, “রাজ্যের প্রাক্তন মন্ত্রী অচিন্ত্যকৃষ্ণ রায় ও প্রাক্তন জেলা পরিষদ সভাধিপতি জ্ঞানশঙ্কর মিত্র বয়স জনিত কারনে দল থেকে অবসর নিয়েছেন। তাঁদের বদলে জেলা সম্পাদকমণ্ডলীতে অন্তর্ভূক্ত হয়েছেন ওন্দা জোনালের সম্পাদক তরুণ সরকার ও জেলা কমিটির সদস্য সুহৃদ দাশগুপ্ত।

দেহ উদ্ধার
তিন দিন ধরে নিখোঁজ থাকা এক ব্যক্তির দেহ উদ্ধার হল শনিবার সকালে পুঞ্চার লালপুর গ্রামে। মৃতের নাম সুষেন মাঝি (৪০)। বাড়ি পুঞ্চার আসনবনি গ্রামে। পুলিশ একটি অস্বাভাবিক মামলা রুজু করেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.