একেই বোধহয় বলে গোদের উপর বিষফোঁড়া।
এক দিকে জার্মান মিডফিল্ডের ‘বস’ বাস্তিয়ান সোয়াইনস্টাইগারের গোড়ালির চোট। যা আশঙ্কা তৈরি করছে সেমিফাইনালে তাঁর খেলার উপর। অন্য দিকে জার্মান শিবিরে নাকি ঢুকে পড়েছে ‘গুপ্তচর’। যার জন্য শেষ চারের প্রস্তুতিতে ছায়া পড়েছে অশুভ শক্তির। সোয়াইনস্টাইগার গোড়ালিতে চোট পেয়েছেন বছরের গোড়ার দিকে। যা তাঁকে ভোগাচ্ছে মাঝেমাঝেই।
অন্য সমস্যা গুপ্তচর। যার জন্য নাকি জার্মানির প্রথম এগারো সংবাদমাধ্যমের কাছে পৌঁছে যাচ্ছে খেলা শুরুর বেশ কিছুক্ষণ আগে। তাতেই চিন্তার ভাঁজ কোচ জোয়াকিম লো-র কপালে। লো জানিয়েছেন, কোনও ফুটবলার মিডিয়ার হাতে এই তথ্য তুলে দিচ্ছে বলে তিনি বিশ্বাস করেন না। |
তবে লো বলছেন, “এক জন ফুটবলারের পক্ষে তাঁর স্ত্রী বা বান্ধবী বা এজেন্টকে বলা খুবই স্বাভাবিক যে সে টিমে আছে। কিন্তু পুরো টিম বলে দেওয়াটা একেবারেই সমর্থন করা যায় না।”
মনে করা হচ্ছে, স্ত্রী বা বান্ধবী বা এজেন্টের মাধ্যমেই টিমের খবর পৌঁছে যাচ্ছে সংবাদমাধ্যমের হাতে।
|