একের পর এক ট্রান্সফর্মার বিগড়োনোর ঘটনা ঘটছে। কখনও ধানবাদে, কখনও হাজারিবাগে, কখনও গিরিডি বা অন্য কোথাও। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ছে। চরম ভোগান্তি চলেছে রাজ্যবাসীর। নানা মহল থেকেই অভিযোগ, নিম্ন মানের ট্রান্সফর্মার কেনার জন্যই এই অবস্থা। এই অবস্থায় এ বার ঝাড়খণ্ড রাজ্য বিদ্যুৎ পর্ষদের বিরুদ্ধে ট্রান্সফর্মার কেনায় অনিয়ম এবং দুর্নীতির অভিযোগের তদন্তে নামছে সিবিআই।
প্রাথমিক ভাবে চলতি বছরের গোড়ায় ১৬ কোটি ৭৪ লক্ষ টাকায় ৬৩ টি ট্রান্সফর্মার কেনায় ব্যাপক অনিয়ম ধরা পড়েছে বলে সিবিআই সূত্রে দাবি করা হয়েছে। সিবিআইয়ের পদাধিকারিরা জানান, তদন্ত শুরু করার জন্য সিবিআইয়ের আবেদনে সিলমোহর পড়েছে ঝাড়খণ্ড হাইকোর্টের। রাঁচির সিবিআই থানায় এফআইআর দায়ে করে দ্রুত তদন্ত শুরু করতে চায় সিবিআই।
এই ব্যাপারে প্রশ্ন করা হলে রাজ্য বিদ্যুৎ পর্ষদের চেয়ারম্যান এস এন বর্মা বলেন, “পর্ষদের ২০০৫-’০৬ সালের কিছু ট্রান্সফর্মার কেনায় ওঠা অনিয়মের অভিযোগ সিবিআই তদন্ত করছে বলে জানি। তবে চলতি বছরে ট্রান্সফর্মার কেনার বিষয়ে সিবিআই তদন্ত করছে বলে এখনও আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখতে হবে।”
সিবিআই-এর পদস্থ আধিকারিকেরা জানিয়েছেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ঝাড়খণ্ড রাজ্য বিদ্যুৎ পর্ষদ মোট ৬৩ টি ট্রান্সফর্মার কেনে। এর মধ্যে ৫ এমভিএ ট্রান্সফর্মার রয়েছে ৪৪ টি। দিল্লি-উত্তর প্রদেশের সীমানা লাগোয়া গাজিয়াবাদের একটি সংস্থার কাছ থেকে কেনা হয়েছিল ওই ৬৩টি ট্রান্সফর্মার। সাকুল্যে পর্ষদের খরচ পড়েছিল ১৬ কোটি ৭৪ লক্ষ টাকা। সিবিআই-এর কর্তাদের দাবি, যে সংস্থাটির কাছ থেকে পর্ষদ ৬৩ টি ট্রান্সফর্মার কিনেছে, প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে অনেক দিন আগে থেকেই সেটি কালো তালিকাভুক্ত। আরও জানা গিয়েছে, ২০১১ সালে ২৮ মার্চ ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশ মোতাবেক রাজ্য বিদ্যুৎ পর্ষদের কেনাকাটা সংক্রান্ত যাবতীয় বিষয়ের উপর নজরদারি রাখছে সিবিআই। গত ফেব্রুয়ারি-মার্চের ট্রান্সফর্মার কেনাকাটার উপর নজরদারি চালাতে গিয়েই বিস্তর অনিয়ম এবং দুর্নীতির নজির উঠে আসে সিবিআইয়ের সামনে।
সিবিআই আধিকারেরা জানিয়েছেন, অভিযোগের তদন্ত নেমে দেখা যায়, শুধু কেনাকাটায় অনিয়মই নয়, অধিকাংশ ট্রান্সফর্মার খুবই নিম্নমানের। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ওই ট্রান্সফর্মার বসানোর কোন সুফল মিলছে না। উল্টে ওই নতুন ট্রান্সফর্মার বসানোর অল্প দিনের মধ্যেই অনেক জায়গাতেই অচল হয়ে পড়েছে। যার ফলে রাজ্যের পর্ষদ এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে প্রায় রোজই। বিদ্যুৎ সমস্যায় ভুগতে হচ্ছে রাজ্যবাসীকে। একই সঙ্গে নিম্নমানের ট্রান্সফর্মার বসানোর জন্য মোটা খেসারত দিতে হচ্ছে পর্ষদকে।
সিবিআই সূত্রের খবর, নিম্নমানের ট্রান্সফর্মার বসানোয় এযাবৎ সব থেকে বড় দুর্ঘটনা ঘটনা ঘটেছে ধানবাদে। নতুন কেনা ওই ট্রান্সফর্মার বসিয়ে চালু করার পরই জ্বলে গিয়েছে ধানবাদে রাজ্য বিদ্যুৎ পর্ষদের একটি সাব স্টেশন। যার ফলে বিরাট টাকার ক্ষতির মুখে পড়তে হয়েছে পর্ষদকে। |