বাজারে সমতা ফিরবে না, অভিযোগ
ডিজিটাল কেবল পরিষেবা পিছোনোয় ক্ষুব্ধ ডিটিএইচ শিল্প
ডিজিটাল কেবল টিভি পরিষেবা চালুর সময়সীমা পিছিয়ে যাওয়ায় ক্ষুব্ধ ডিরেক্ট-টু-হোম (ডিটিএইচ) শিল্পমহল। এবং তা ব্যবসার কারণেই। বাড়তি সময়সীমার বাস্তবতা নিয়েও প্রশ্ন তুলেছে ডিটিএইচ অপারেটর্স অ্যাসোসিয়েশন।
ডিটিএইচ শিল্পের যুক্তি, তাদের যেমন লাইসেন্স নিতে হয়, তেমনই কেন্দ্র ও রাজ্য সরকারকে করও দিতে হয়। অ্যাসোসিয়েশনের অভিযোগ, অ্যানালগ পরিষেবার কেবল-টিভি শিল্পের ক্ষেত্রে এখনও এ সবের বাধ্যবাধকতা কার্যত নেই। ফলে ডিটিএইচ সংস্থাগুলির ব্যবসা চালানোর খরচ অনেক বেশি। দু’পক্ষের মধ্যে সমান প্রতিযোগিতার কোনও জায়গা না থাকায় তাই কম দামে কেবল-টিভি পরিষেবা মিললেও ডিটিএইচ সংস্থাগুলি তা দিতে পারে না। ডিজিটাল কেবল পরিষেবা চালু হলে বাজারে সেই সমতা আসত বলে মত ডিটিএইচ শিল্পের। অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হরিত নাগপাল ডিজিটাল পরিষেবা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তকে তাঁদের পক্ষে ‘ধাক্কা’ বলে মন্তব্য করেছেন।
অ্যানালগ পরিষেবায় যুক্ত কেব্ল-টিভি শিল্পও মানছে, নিয়মকানুনের বেড়াজাল তাদের ক্ষেত্রে ততটা নেই। কিন্তু কেউ কেউ আপত্তি তুললেও সার্বিক ভাবে কেব্ল-টিভি শিল্প ডিজিটাল পরিষেবার পক্ষে। এবং তা ডিটিএইচ সংস্থাগুলির সঙ্গে পাল্লা দেওয়ার যুক্তিতেই। কেব্ল-টিভি শিল্পের মতে, এই পরিষেবা চালু হলে গোটা ব্যবস্থায় স্বচ্ছ্বতা আসবে। ডিটিএইচ সংস্থাগুলির মতো তারাও উন্নত মানের পরিষেবা দিতে পারলে বাড়বে ব্যবসাও।
সময়সীমা পিছোনো নিয়ে ডিটিএইচ শিল্পমহল আপত্তি তুললেও কেব্ল-টিভি শিল্পের পাল্টা দাবি, সেটা জরুরি ছিল। তাদের বক্তব্য, ট্রাই-এর নির্দেশ দেরিতে আসার জন্যই ১ জুলাইয়ের মধ্যে সর্বত্র সেট-টপ-বক্স লাগানো সম্ভব ছিল না। আগামী চার মাসে তা সর্ম্পূণ হয়ে যাবে বলে তাঁরা আশাবাদী।
যদিও গত ছ’মাস ধরে বারবার বলা সত্ত্বেও যখন ডিজিটাল পরিষেবা চালু করা যায়নি, আরও চার মাসে তা কী করে হবে, সেই প্রশ্ন তুলেছে ডিটিএইচ শিল্প। ডিটিএইচ শিল্পের দাবি, যে সব কর্মী এই শিল্পের সঙ্গে যুক্ত, তাঁদের অধিকাংশই দীপাবলি উপলক্ষে ওই সময় ‘দেশে’ ফিরে যান। ফলে তখনও প্রস্তুতি-পর্ব আদৌ সম্পূর্ণ হবে কী না, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এ ছাড়া ওই সময় বাড়তি বিজ্ঞাপন মারফত বেশি আয় করে চ্যানেলগুলি। তখন কোনও সমস্যা হলে সার্বিক ভাবে টিভি ব্যবসার অঙ্কটাই গুলিয়ে যেতে পারে, আশঙ্কা তাদের।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.